ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইভানকা ট্রাম্পের সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার

প্রকাশিত: ০৪:০০, ৩ এপ্রিল ২০১৭

ইভানকা ট্রাম্পের  সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভানকা ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। এ ছাড়া ট্রাম্পের আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তার রয়েছে ৫০ লাখের বেশি শেয়ার। শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের উপদেষ্টাদের আর্থিক বিবরণীর নথি থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপির। নথিতে দেখা যায়, ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের সম্পদের পরিমাণ একত্রে ২৪ থেকে ৭৪ কোটি ডলার। এ ছাড়া ট্রাম্প আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তাদের শেয়ারের পরিমাণ ১০ থেকে ৫০ লাখ ডলার। প্রকাশিত নথির বিষয়ে হোয়াইট হাউস জানায়, এখানে উপদেষ্টাদের যে আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে, তা তাদের বর্তমান সম্পদের পরিমাণ নয়। এটি হচ্ছে, যেদিন তারা সরকারী পদে যোগ দেন সেদিন পর্যন্ত তাদের আর্থিক হিসাব। বৃহস্পতিবার সরকারী পদ ও পদবি পেয়েছেন ইভানকা। তবে ইভানকার স্বামী জ্যারেড কুশনার অনেক আগেই প্রশাসনের সঙ্গে আছেন। এবার প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন ইভানকা। তবে এ জন্য তিনি কোন বেতন নেবেন না। এর আগে সরকারী পদে না থেকেও হোয়াইট হাউসে ইভানকাকে আলাদা অফিস দেয়ার কথা ঘোষণা করা হয়। এ বিষয়ে সে সময় তুমুল বিতর্ক দেখা দেয়। সে কারণে এবার ইভানকাকে প্রেসিডেন্টের অবৈতনিক সহকারী হিসেবে নিয়োগ দেয়া হলো।
×