ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে বিক্রয় চাপে সূচক ও লেনদেনে পতন

প্রকাশিত: ০৩:৫৮, ৩ এপ্রিল ২০১৭

শেয়ারবাজারে বিক্রয় চাপে সূচক ও লেনদেনে পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বিক্রয় চাপে সূচক ও লেনদেনে ব্যাপক পতন হয়েছে। এছাড়া বেশি সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এ দিন ডিএসইতে ৭৪১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৮১৭ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৪১ লাখ টাকার বা ৯ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ৬৫.১০ পয়েন্ট। বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হয় ৩২৫টি কোম্পানি ও ফান্ডের। এ সময় দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি প্রতিষ্ঠানের। ৫৫ শতাংশ কোম্পানি ও ফান্ডের দর পতনে এ সময় ২০ কোটি ৬ লাখ ২৩ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৭৪১ কোটি ৬ লাখ টাকা। দিন শেষে ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৪.২৩ পয়েন্ট কমে ৫৬৯১.৩৭ পয়েন্টে স্থিতি পায়। এ সময় শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএসইএস কমেছে ২.০৪ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক কমেছে ৬.৮৫ পয়েন্ট। ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স। এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল ইসলামী ব্যাংক, প্রতিষ্ঠানটির ৩১ কোটি ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে ছিল সিটি ব্যাংক। এছাড়াও টার্নওভার তালিকায় থাকায় কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ কোটি ৮৫ লাখ টাকা, ইফাদ অটোসের ২৩ কোটি ৮৪ লাখ টাকা, ওয়ান ব্যাংকের ২১ কোটি ৬৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৯ কোটি ১৬ লাখ টাকা, আইসিবির ১৫ কোটি ৩৮ লাখ টাকা, ন্যাশনাল পলিমারের ১৫ কোটি ৩৬ লাখ টাকা ও একমি ল্যাবের ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। রবিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৫৮ লাখ টাকা। গ্রামীণফোনের ১ লাখ শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩৪ লাখ টাকায়, ন্যাশনাল পলিমারের ১ লাখ শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকায়। এছাড়া স্কয়ার ফার্মার ১৩ হাজার ৯৬০টি শেয়ার বিক্রি হয়েছে ৩৮ লাখ ৯৫ হাজার টাকায় এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৬ হাজার ৯৩৬টি শেয়ার বিক্রি হয়েছে ২১ লাখ ৯১ হাজার টাকায়। এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ৬৫.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৮ পয়েন্টে। দিনশেষে সিএসইতে ৫৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে ছিল একমি ল্যাব। এ সময় কোম্পানিটির ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট।
×