ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারী

প্রকাশিত: ০৩:৫৮, ৩ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসীদের পুঁজিবাজারের আনতে উদ্যোগ না থাকলেও এখানে ক্রমশ প্রবাসীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে পুঁজিবাজারের সঙ্গে জড়িত রয়েছেন দেড় লাখের বেশি প্রবাসী বিনিয়োগকারী। জানা গেছে, ব্যাংকে সুদের হার কমে যাওয়া সেই সঙ্গে দীর্ঘদিন পরে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ভাল থাকায় তাদের পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টতা বেড়েছে। প্রাপ্ত তথ্য মতে, বর্তমানে পুঁজিবাজারে প্রবাসী সংখ্যা রয়েছে ১ লাখ ৫১ হাজার। গত বছরের শেষদিকে যার সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার। অর্থাৎ নতুন বছরে প্রায় দশ হাজার প্রবাসীর অংশগ্রহণ বেড়েছে। তবে তাদের পুঁজিবাজারে আনতে বিশেষ উদ্যোগ নিলে এর সংখ্যা আরও বাড়ানো সম্ভব বলে জানান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে বিষয়টি নিয়ে আলাপ করলে বাজার সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে ব্যাংকের সুদের হার সর্বনিম্ন ৪ থেকে ৬ শতাংশে নেমে এসেছে। সে কারণে যে কারণে দেশী প্রবাসী কেউই ব্যাংকে টাকা রাখতে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে বর্তমানে দেশের পুঁজিবাজারের সার্বিক অবস্থা ভাল থাকার কারণে এর প্রতি আগ্রহ হচ্ছেন সর্বমহলের মানুষ। ফলে প্রবাসীদেরও এই বাজারের প্রতি আগ্রহ বাড়ছে। এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী বলেন- এখন পুঁজিবাজারের অবস্থা ভাল। অন্যদিকে ব্যাংকে আমানতের সুদের হার অনেক নিচে নেমে গেছে। ফলে সবাই পুঁজিবাজারের দিকে অগ্রসর হচ্ছেন। তিনি বলেন, কেউ বুঝেশুনে ভালমানের কোম্পানিতে বিনিয়োগ করতে পারলে ব্যাংকের চেয়ে পুঁজিবাজার থেকে ভাল রিটার্ন আশা করতে পারেন। এদিকে অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেশি রয়েছে। প্রাপ্ত তথ্য মতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১৮ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকার নিট বিদেশী বিনিয়োগ এসেছে পুঁজিবাজারে। গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে এর পরিমাণ ছিল মাত্র ৭০ লাখ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৫৬ কোটি টাকার মতো। অর্থাৎ এই হিসাবে ছয় মাসে বাংলাদেশের পুঁজিবাজারে নিট বিদেশী বিনিয়োগ (ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) বেড়েছে ২৬ গুণের বেশি। মোট যে পরিমাণ বিদেশী বিনিয়োগ আসে তা থেকে মুনাফা ফেরত নিয়ে যাওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, তাকেই নিট বিদেশী বিনিয়োগ বলা হয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থান, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং অর্থনীতির সূচকগুলো ভাল অবস্থায় থাকায় বিদেশী বিনিয়োগকারীরা আবার বাংলাদেশের পুঁজিবাজারে ঝুঁকছেন। তাদের বিভিন্নভাবে উৎসাহিত করতে পারলে এই বিনিয়োগ আরও বাড়ার সুযোগ রয়েছে। দেশের পুঁজিবাজারে বর্তমানে মোট বিনিয়োগকারী রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৫৪০টি। এর মধ্যে পুরুষ এ্যাকাউন্টধারীর সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ৩৮টি। অন্যদিকে বর্তমানে নারী এ্যাকাউন্টধারীর সংখ্যা বিও সংখ্যা রয়েছে ৭ লাখ ৯৬ হাজার ২১৭টি। আর বর্তমানে ১১ হাজার ২৮৫টি কোম্পানি নিজ নামে এ্যাকাউন্ট খুলে শেয়ার ব্যবসা পরিচালনা করেছেন। পুঁজিবাজারের অগ্রগতি বাড়ানোর জন্য প্রবাসীদের কিভাবে আগ্রহ বাড়ানো যায় এ বিষয়ে কথা হয় ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক শাকিল রিজভীর সঙ্গে। তিনি বলেন, প্রবাসীদের পুঁজিবাজারে আনতে বিশেষ কোন উদ্যোগ নেয়ার দরকার আছে বলে মনে হয় না। তারা সবসময় পুঁজিবাজারের খরব রাখেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশী কিংবা প্রবাসী সবাই ব্যবসা করার জন্য পুঁজিবাজারে আসেন। তাই তারা যখন বুঝবেন পুঁজিবাজারে আসা দরকার তখনই তারা এর সঙ্গে যুক্ত হবেন। একই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, প্রবাসীর অংশগ্রহণ সব সময় পুঁজিবাজারকে আরও গতিময় করে তোলে। সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দেশের বর্তমান বাজার পরিস্থিতি কি কিংবা এর সম্ভাবনা কতটুকু তা প্রবাসীদের জানানো। তারা বাজার পরিস্থিতি জানতে পারলে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
×