ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব বাণিজ্যের কারণে বছরে মৃত্যু কয়েক লাখ মানুষের

প্রকাশিত: ০৩:৫৭, ৩ এপ্রিল ২০১৭

বিশ্ব বাণিজ্যের কারণে বছরে মৃত্যু কয়েক লাখ মানুষের

বিশ্ব বাণিজ্যে সৃষ্ট পরিবেশ দূষণের কারণে প্রতিবছর অকালে মারা যান কয়েক লাখ মানুষ। বৈজ্ঞানিক জার্নাল নেচারের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গবেষণা বলছে, পণ্য উৎপাদন এবং বিপণনের কারণে যে বায়ুদূষণ হয়, শুধু সেজন্যে প্রতিবছর সাড়ে ৭ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এ মৃত্যুর হার এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি। কারণ শুধু এশিয়ায় পরিবেশ দূষণের তোয়াক্কা না করে কম খরচে পণ্য উৎপাদন এবং রফতানি করে শিল্প কারখানাগুলো। এর মধ্যে প্রতিবছর দূষণের কারণে অসুস্থ হয় এ অঞ্চলের অন্তত ৫ লাখ মানুষ। যেখানে ২ লাখ চীন এবং ১ লাখ ভারতের বাসিন্দা। আর মানুষের অকাল মৃত্যুর আরেকটি বড় কারণ পশ্চিমা বিশ্বের ক্রেতা দেশগুলো। পশ্চিমা বিশ্বের ]ক্রেতা দেশগুলো কম খরচে এশিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে পণ্য কেনায় উৎপাদন বাড়াতে হয় দেশগুলোকে। -অর্থনৈতিক রিপোর্টার
×