ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে চূড়ান্ত ভোটার ২ হাজার ৩৪১

এফবিসিসিআইয়ে নির্বাচনী হাওয়া বইছে

প্রকাশিত: ০৩:৫৫, ৩ এপ্রিল ২০১৭

এফবিসিসিআইয়ে নির্বাচনী হাওয়া বইছে

কাওসার রহমান ॥ বেশ জোরেশোরেই শুরু হয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের প্রস্ততি। উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে আগামী ১৪ মে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে আলাপ-আলোচনা ও বৈঠক করছেন সভাপতি প্রার্থীরা। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ এপ্রিল। ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিনই ভোট গণনা করা হবে। ১৬ মে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন নির্বাচিত ও মনোনীত পরিচালকরা। আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২০ মে। নির্বাচন উপলক্ষে শনিবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবারের নির্বাচনে ২ হাজার ৩৪১ জনকে ভোটার করা হয়েছে। এফবিসিসিআইয়ের ওয়েবসাইটেও এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সংগঠনটির ওয়েবসাইটে দেখা গেছে, ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে চেম্বার এবং এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ৩৪১ ভোটার করা হয়েছে। এর মধ্যে ৮১টি চেম্বার থেকে ৪৫৪ জন এবং ৩৮০টি এ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৮৮৭ জন ভোটার হয়েছেন। এর আগে গত ২৩ মার্চ প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এবারের নির্বাচনে এফবিসিসিআইয়ের ভোটার বেড়েছে। এফবিসিসিআইয়ের সদস্যদের মধ্যে ৬৫টি ‘এ’ ক্যাটাগরির ও ১৫ টি ‘বি’ ক্যাটাগরির চেম্বার এবং ‘এ’ ক্যাটাগরির ৩৭৫টি ও ‘বি’ ক্যাটাগরির ৪টি এ্যাসোসিয়েশন রয়েছে। চলতি মেয়াদে মোট ভোটার ছিল ২ হাজার ২০৬ জন। সেই অনুযায়ী আগামী মেয়াদের নির্বাচনে ভোটার বেড়েছে ১৩৫ জন। সভাপতি প্রার্থী পদে এখন পর্যন্ত দুই হেভিওয়েট প্রার্থী নিজেদের নাম ঘোষণা করেছেন। একজন বর্তমান প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। যিনি দেশের তৈরি পোশাক খাতের একজন শিল্প উদ্যোক্তা। অন্যজন সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিন। দেশের প্লাস্টিক খাতের সঙ্গে জড়িত এই শিল্পপতি। দুজনই সরকারের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তবে এখন পর্যন্ত সরকার কোন প্রার্থীকেই এককভাবে সমর্থন দেয়নি। সরকারের পক্ষ থেকে দুজনকেই নির্বাচন করার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, এবার সরকারের পক্ষ থেকে কাউকে সমর্থন দেয়া হবে না। যদিও সমর্থন পেতে সরকারের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই। তবে দুই প্রার্থীর পেছনে প্রভাবশালী দুই ব্যবসায়ী কাজ করছেন। জসিম উদ্দিনের পক্ষে রয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। অন্যদিকে শফিউল ইসরাম মহিউদ্দিনের পেছনে রয়েছেন বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা দক্ষিণের মেয়র আনিসুল হক। নির্বাচনে পৃথক প্যানেল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন দুই সভাপতি প্রার্থীই। দুই সভাপতি প্রার্থীর পাশাপাশি প্রচারে পিছিয়ে নেই পরিচালক প্রার্থীরাও। পরিচালক প্রার্থীদের কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন। তারা ব্যক্তিগতভাবে এবং নিজ নিজ সংগঠনের মাধ্যমেও প্রচার চালাচ্ছেন এবং ভোটাদের কাছে যাচ্ছেন। এ প্রসঙ্গে পুরান ঢাকার ব্যবসায়ী পরিচালক পদপ্রার্থী আলাউদ্দিন মালিক বলেন, আমরা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত। উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে গিয়ে দেখা গেছে, নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এফবিসিসিআই কর্মকর্তারা। সেখানে রয়েছে সভাপতি ও পরিচালক প্রার্থীদের আনাগোনাও। সংগঠনটির এক কর্মকর্তা বলেন, এখন আমরা সবাই নির্বাচন নিয়েই ব্যস্ত। নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থী জসিম উদ্দিন বলেছেন, আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে আমি আশাবাদী। নির্বাচিত হলে দেশের অর্থনীতির জন্য কাজ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে নির্বাচিত হলে এফবিসিসিআইকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আরেক সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশের এই এ্যাপেক্স বডিটাকে নিষ্ঠার সঙ্গে আরেকটা লেভেলে নিয়ে যেতে চাই। সর্বোপরি এফবিসিসিআইকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমি কাজ করব। এবার এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪টি পদে চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালকরা আসবেন। দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক এ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এর আগে এফবিসিসিআইয়ের পরিচালক পদ ছিল ৫২টি। উল্লেখ, গত ২২ মার্চ ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম ভোট স্থগিতের জন্য হাইকোর্টে আবেদন করলে দুই মাসের জন্য স্থগিত করা হয় এফবিসিসিআই নির্বাচন। তবে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যর আপীল বিভাগ হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল করে দেয়। ফলে আগামী ১৪ মে এফবিসিসিআই নির্বাচনে কোন আইনী বাধা নেই বলে জানানো হয়।
×