ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলটেবিল বৈঠক নারীরা সব বাধা জয় করে এগিয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৮:৪৮, ২ এপ্রিল ২০১৭

গোলটেবিল বৈঠক নারীরা সব বাধা জয় করে এগিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ নারীদের নিজের পথ নিজেই তৈরি করতে হয় এবং আমাদের মেয়েদের সে সাহস ও যোগ্যতা আছে। ১৯৭৭ সালে আমি যখন কাজ শুরু করি তখন নারীর সংখ্যা কম ছিল, কর্মক্ষেত্র অনুকূলে ছিল না এবং ছিল না নারীদের নেতৃত্বস্থানে মেনে নেয়ার সামাজিক মানসিকতা। ১৯৭৯ সালে পররাষ্ট্র দফতরে প্রথম নারী কর্মকর্তা হিসেবে আমি যোগদান করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাকে বলেছিলেন, আপনি কেন এসেছেন একজন পুরুষের জায়গা নষ্ট করতে? আপনি না আসলে তো একজন পুরুষ সুযোগ পেত। আপনি তো বিয়ে করার পর বাচ্চা হলে আর অফিসে আসবেন না, তখন জায়গাটা নষ্ট হবে।’ উর্ধতন সেই কর্মকর্তার কথা ভুল প্রমাণিত করতে আমি ক্যারিয়ার গড়ার যুদ্ধে নামি এবং নিজেকে প্রমাণ করি। আমার ক্যারিয়ারে আমি পদে পদে বাধার সম্মুখীন হয়েছি। অনেকেই বলেছে, তুমি পারবে না/তোমার দ¦ারা হবে না। কিন্তু আমি সকল বাধা জয় করেছি। একজন নারী হিসেবে নিজের চলার পথের তিক্ত কিছু অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। শনিবার বিকেল ৩টায় প্রফেশনাল ইন্টেলেকচুয়াল নেটওয়ার্কিং কমিটি (পিংক) আয়োজিত ‘নেটওয়ার্কিং ফর ওমেন ডেভেলপমেন্ট এ্যান্ড লিডারশীপ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্যে নাসিম ফেরদৌস নিজ জীবনে এগিয়ে চলার অভিজ্ঞতা বিনিময় করেন। প্রফেশনাল ইন্টেলেকচুয়াল নেটওয়ার্কিং কমিটি (পিংক) আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে বেসিস সভাপতি ফারহানা এ রহমান তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি যখন ২০০৭ সালে বেসিসে যোগদান করি তখন আইটি সেক্টরে নারী অনেক কম ছিল কিন্তু বর্তমানে ৯ শতাংশ নারী আইটি সেক্টরে কাজ করছে। এখন বেসিসে ২ শতাংশ নারী উদ্যোক্তা আছে। আমি যখন বেসিসে যোগদান করি তখন আমি নারী হিসেবে নিজেকে প্রমাণ করি। এমনও হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে ও মতবিনিময় সভায় আমি নিজেকে আড়াল করে রেখেছি। কারণ সেখানে সবাই পুরুষ আমি একা মেয়ে। অনেক সময় আত্মবিশ্বাস পেতাম না। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছি।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিংক সভাপতি জহরত আদিব চৌধুরী এবং স্বাগত বক্তব্য পেশ করেন জয়েন্ট সেক্রেটারি হাবিবা নাসরিন। একটি ইংরেজী জাতীয় দৈনিকের কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ফুনো ডট কমের সিইও সৈয়দা গুলরু হাসান, অনুপম ইনফোটেক লিমিটেডের ডিরেক্টর নাজনীন কামাল, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার নাহিদ সুলতানা, ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার ফেরদৌসি আক্তার, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের সিওও রেজওয়ানা খান প্রমুখ।
×