ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ দিনে ঢাকা ট্রাভেল মার্টে ডিসকাউন্টের ছড়াছড়ি

প্রকাশিত: ০৮:৪৮, ২ এপ্রিল ২০১৭

শেষ দিনে ঢাকা ট্রাভেল মার্টে ডিসকাউন্টের ছড়াছড়ি

আজাদ সুলায়মান ॥ শেষ দিনে উপচে পড়া ভিড় ছিল পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্টে। কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকেই মেলায় আসতে থাকেন দর্শনার্থীরা। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত ঢাকা ট্রাভেল মার্টে ছিল বিভিন্ন প্যাকেজের ডিসকাউন্টের ছড়াছড়ি। ট্রাভেল মার্টে প্রবেশ করে বিভিন্ন ট্রাভেল এজেন্সির স্টল ঘুরে রিসোর্ট-হোটেল, পর্যটন সংস্থা ও এয়ারলাইন্সের দেয়া বিভিন্ন প্যাকেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আগ্রহীরা। অনেকে পছন্দের প্যাকেজে বুকিংও দিয়েছেন। আগত দর্শনার্থীদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সময়োপযোগী একটি আয়োজন করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের মানুষ এখন বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায়। এই ট্রাভেল মার্টের মাধ্যমে ভ্রমণ পিপাসুরা নিজেদের পছন্দের প্যাকেজটি যাচাই-বাছাই করার সুযোগ পাচ্ছেন। ট্রাভেল এজেন্সিগুলো ট্রাভেল মেলা উপলক্ষে সুলভ মূল্যে প্যাকেজ ঘোষণা করছে যা ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ একটি সুযোগ। ইউএস বাংলার ডেপুটি ডিরেক্টর সোহায়েল মজিদ জনকণ্ঠকে বলেছেন, তাদের বিভিন্ন প্যাকেজের মধ্যে কলকাতা রুটের সাড়া বেশি মিলেছে। প্রতিদিনই টিকেট সেল হচ্ছে প্রত্যাশানুযায়ী। ঢাকা কলকাতা ঢাকা রুটে কলকাতায় টিকেটের দাম ৯৯৯৯ টাকা হলেও তার ওপর আরও ১৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে মেলায়। এতে বেশ সাড়া পড়েছে। ভ্রমণপিপাসুরা বুকিং দিচ্ছেন। একই ভাবে ঢাকা থাইল্যান্ড রুটেও টিকেট বিক্রি চলছে বেশ। বিশেষ করে ইউএস বাংলা শিশু কিশোর যাত্রীদের ইকোনমি টিকেটেই বিজনেস ক্লাসের সুবিধা দেয়ার ঘোষণায় ব্যাপক সাড়া মিলেছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল একটি প্রতিষ্ঠানের বৈশাখীর অফার। ব্র্যাক তাদের রাজেন্দ্রপুরের নৈসর্গিক পরিবেশে পাঁচ তারকা বিশিষ্ট ব্র্যাক সিডিএমের আগাম প্যাকেজ বিক্রি করছে। মাত্র ৪ হাজার টাকার এ প্যাকেজ অনুযায়ী নববর্ষের দিন দুজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোজনের পাশাপাশি মিউজিক্যাল ইভেন্ট উপভোগ করবেন। কলকাতা ও অভ্যন্তরীণ রুটে কিস্তিতে টিকেট বিক্রি করে বাজিমাত করছে নভোএয়ার। দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে এখানে। নভোর মার্কেটিং এক্সিকিউটিভ নীলাদ্্ির মহারতœ জানান, কিস্তিতে টাকা পরিশোধ করার পরও টিকেটের দাম রাখা হচ্ছে অন্যদের চেয়ে অনেক কমে। যারা টিকেট কিনছেন তারাই লাভবান হচ্ছেন। কয়েকটি সুনির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরাই পাচ্ছেন এ সুযোগ। এবারের মেলায় বাংলাদেশ বিমানও প্রথমবারের মতো হলিডে প্যাকেজ বিক্রি করছে। ট্রাভেল শপ নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় বিমান মেলার শুরুর দিন থেকেই বিভিন্ন দেশের ভিসার দায়িত্বসহ বিভিন্ন রুটের টিকেট বিক্রি করছে। যে সব রুটে অন্যান্য এয়ারলাইন্স একচেটিয়া চড়া দামে টিকেট বিক্রি করছে তাদের দিন শেষ বলে জানিয়েছেন ট্রাভেল শপের কর্ণধার গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম। তিনি জানান, যদি কেউ ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লী যেতে চান তা বিমানের হলিডে প্যাকেজেই নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে ঢাকা থেকে বিমানের ফ্লাইটে কলকাতা পর্যন্ত যাবার পর সেখান থেকে অন্যকোন এয়ারলাইন্সে দিল্লী পাঠানোর ব্যবস্থা করবে বিমানই। এতে দামও কম পড়বে। শুধু টিকেট বিক্রি নয়, ৯৬ দেশের ভিসাও প্রসেসিং করার দায়িত্ব পালন করবে বিমানের এই হলিডে উইং। নাজমুল আনাম বলেন, এ প্রোগ্রামের আওতায় যাত্রীরা টিকেট ক্রয়ের পর চাহিদা অনুযায়ী তার বাসা হতে এয়ারপোর্ট পর্যন্ত ‘পিক আপ এ্যান্ড ড্রপ’ সুবিধা পাবেন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের সঙ্গে সঙ্গে সম্মানিত যাত্রীগণ ডেডিকেটেড স্টাফ দ্বারা ‘মিট এ্যান্ড এ্যাসিস্টটেন্স’ সার্ভিস পাবেন। এই হলিডে প্রোগ্রামের আওতায় এয়ারপোর্ট হলিডে লাউঞ্জ ফুড এবং বেভারেজ সুবিধা পাবেন। এছাড়া যাত্রীগণ সকল দেশের ভিসা প্রসেসিং সহায়তা পাবেন। নানা রকম অভিনব সুযোগ-সুবিধা দিয়ে বিমান হলিডে প্যাকেজ ডালি সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় একা ভ্রমণকারী শিশু এবং বৃদ্ধদের বিশেষ সহায়তা সুবিধা দেয়া হবে। এ ছাড়াও যাত্রীগণ ওয়ান স্টপ সার্ভিস হিসেবে সিম কার্ড, টপ-আপ সুবিধা, ব্যাগেজ লস্ট এ্যান্ড ফাউন্ড এ্যাসিস্টেন্স পাবেন। ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিখ্যাত হাসপাতালগুলোতে বিমান হলিডের আওতায় যাত্রীগণ বিশেষ ছাড় পাবেন। এর আরেকটি আকর্ষণীয় সুবিধা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০,০০০ হোটেল ও বাংলাদেশের সকল হোটেলগুলোতে সর্বনি¤œমূল্যে বুকিং সুবিধা। বিমান হলিডেজ এ সকল টিকেট ও হলিডে প্যাকেজ রয়েছে মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা, একজন যাত্রী মাত্র ৯৯৯ টাকায় প্যাকেজ বুক করতে পারবেন। যা ফেরতযোগ্যও বটে। এ ছাড়া দেশের ৬টি প্রথম সারির ব্যাংক মাসিক কিস্তিতে টিকেট ও হলিডেজ প্যাকেজ কেনার সুবিধা প্রদান করবে। এবারের মেলায় পরিবহনেরও স্টল দেখা গেছে। ভ্রমণকারীদের কাছে পরিবহনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-উপলব্ধি থেকেই কনভয় নামের একটি প্রতিষ্ঠান রাজধানীতে বাস মিনিবাস, কার ও মাইক্রোবাসের দিবারাত্রি সার্ভিস চালু করেছে। অনলাইনে বিদেশে বসেও এখানকার গাড়ি বুকিং দেয়া হয়। মেলায় দর্শনার্থীদের মাঝে এ ধরনের পরিবহন সার্ভিসের প্রতি যথেষ্ট আগ্রহ দেখা যায়। পর্যটন বিষয়ক ইংরেজী পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত তিনদিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট’ বৃহস্পতিবার শুরু হয়।
×