ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘টার্নিং পয়েন্টস: গ্লোবাল এজেন্ডা ২০১৭’ এখন বাজারে

প্রকাশিত: ০৮:৪৭, ২ এপ্রিল ২০১৭

‘টার্নিং পয়েন্টস: গ্লোবাল এজেন্ডা ২০১৭’ এখন বাজারে

বিডি নিউজ ॥ ফেলে আসা ২০১৬ সালের যেসব ঘটনা ও প্রবণতা ২০১৭ সালে বিশ্ব পরিস্থিতির গতিপথ ঠিক করে দিয়েছে তারই পর্যালোচনা ও পূর্বপাঠ নিয়ে প্রকাশিত হয়েছে ‘টার্নিং পয়েন্টস: গ্লোবাল এজেন্ডা ২০১৭’। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে মিলে টানা দ্বিতীয়বারের মতো এই বার্ষিক সাময়িকী প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেডের (বিপিএল) একজন মুখপাত্র জানান, তাদের ওয়েবসাইটে টার্নিং পয়েন্টসের চলতি সংখ্যাটি কিনতে পাওয়া যাচ্ছে। শীঘ্রই এর ডিজিটাল সংস্করণ পাওয়া যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন হামলার পর জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধে রয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তার প্রতিচ্ছবি এসেছে টার্নিং পয়েন্টসের প্রচ্ছদে। জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই, বৈদেশিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতি নিয়ে এবারের টার্নিং পয়েন্টসে লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান লিখেছেন ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে। আর সাবেক গবর্নর ফরাসউদ্দীনের লেখায় এসেছে সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা। সামিন সাবাবার প্রচ্ছদ প্রতিবেদনের সঙ্গে জঙ্গীবাদ দমনে বাংলাদেশ সরকারের কৌশল ও পরিস্থিতি ব্যাখ্যা করেছেন সাংবাদিক ও বিশ্লেষক সুবীর ভৌমিক। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈশ্বিক বিষয়াবলী নিয়ে সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের একটি নিবন্ধ রয়েছে এবারের টার্নিং পয়েন্টসে। বিশ্বখ্যাত পণ্ডিত ফ্রান্সিস ফুকুইমা, কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ ও হলিউড তারকা স্কারলেট জোহানসনের লেখার পাশাপাশি বহু আলোচিত এডওয়ার্ড স্নোডেনের সাক্ষাৎকার রয়েছে এবারের সংখ্যায়।
×