ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করুন ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৮:২৬, ২ এপ্রিল ২০১৭

ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করুন ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশটাকে বাঁচাতে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করুন। আর ভারত সফরে যাওয়ার আগে আপনি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসুন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্র্টার্স ইউনিটিতে যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আজকে রাজনৈতিক অঙ্গনে আমরা যত সমস্যাই দেখি না কেন, সকল সমস্যার সমাধান সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায়। অর্থাৎ জনগণকে গণতান্ত্রিক ক্ষমতা দিতে হবে। জনগণকেই তার ভবিষ্যত প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। যে দেশে জনগণের ক্ষমতা কিছু ব্যক্তি ব্যবহার করে সে দেশে কখনও শান্তি আসতে পারে না। তিনি বলেন, জঙ্গীটঙ্গির কথা শুনছি। তো এটার ভালমন্দ বুঝি না। হয়তবা জঙ্গী আছে। কিন্তু জনগণ বিশ্বাস করে না। দেশের মানুষ এ নিয়ে নানা ধরনের কথা বলে। কিন্তু তাদের সব কথা তো আর পত্রিকায় লেখা হয় না। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কথা ও কাজে মানুষের আস্থা পুরোপুরি হারিয়েছে। জনগণের কোন আস্থা নেই এ সরকারের প্রতি। সরকার যদি ভাল কাজও করে তাহলেও জনগণ বলে ‘আরে রাখ, এটার মধ্যে প্যাঁচ আছে।’ তিনি বলেন, জঙ্গীবাদ মোকাবেলা করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রস্তাব মেনে সবাইকে এক করতে সরকারকে উদ্যোগী হতে হবে। আর পুলিশ-র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ করতে হবে।
×