ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষয় : গণিত;###;মোঃ মাসুদ খান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

প্রকাশিত: ০৬:৪১, ২ এপ্রিল ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স চতুর্থ অধ্যায় : গাণিতিক প্রতীক ও বাক্য ০১। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ১০টি। যথা : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ ০২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ০৩। সম্পর্ক প্রতীক কয়টি? উত্তর : ৮টি ০৪। সম্পর্ক প্রতীকগুলো লিখ। উত্তর : ০৫। অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়? উত্তর : অক্ষর প্রতীক ০৬। বন্ধনী প্রতীকগুলো লিখ। উত্তর : (), {}, [ ] ০৭। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে? উত্তর : খোলা বাক্য ০৮। গণিত বিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় তাকে কী বলে? উত্তর : গাণিতিক বাক্য ০৯। (ক ঢ ৩) + ৫ = ২০ উক্তিটি কথায় লিখ। উত্তর : কোনো সংখ্যাকে তিন দ্বারা গুণ করে গুণফলের সাথে ৫ যোগ করলে যোগফল ২০ হবে। ১০। ৩ ঢ ক < ২০ এ ক্ষেত্রে ‘ক’ এর কোন মানের জন্য উক্তিটি সত্য? উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬ ১১। ৯ ঢ খ ৬০ হলে ‘খ’ এর মান কত? উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬ ১২। ক ঢ ৮ + ২০ - ৮ = ১০৮ এখানে ‘ক’ এর মান কত? উত্তর : ১২ ১৩। তোমার মামা বাড়ির তিনটি আম গাছ হতে ১০টি করে আম পেড়ে তোমাদের ৬ ভাইÑবোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। এর সমাধান প্রক্রিয়া কী হবে? উত্তর : (৩ ঢ ১০) ৬ ১৪। ১৫ + Ÿ < ১০ + ১৫ গাণিতিক বাক্যটিকে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা বসবে? উত্তর : ৯ ১৫। তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পাবে Ñ তা বের করার জন্য সমাধান প্রক্রিয়া কী হবে? উত্তর : (৩ ঢ ৮) ৪ ১৬। (ক গু ৫) ঢ ৪ = ৮০ গু (৫ ঢ ৪) খোলা বাক্যটিতে ‘ক’ এর মান কত? উত্তর : ৫ ১৭। অজানা সংখ্যা ক থেকে ১৮ বিয়োগ করলে ১২ হয়। এর সঠিক প্রকাশ কী হবে? উত্তর : ক - ১৮ = ১২ ১৮। ৩ ঢ ক + ২ = ১৪ হলে ক এর মান কত? উত্তর : ৪ ১৯। এবং কে সম্পর্ক প্রতীক দিয়ে লিখ। উত্তর : > পঞ্চম অধ্যায় : গুণিতক এবং গুণনীয়ক ০১। গ.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ০২। ল.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক ০৩। গুণনীয়কের অপর নাম কী? উত্তর : উৎপাদক ০৪। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়? উত্তর : গ.সা.গু. ০৫। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? উত্তর : ২ ০৬। কোন সংখ্যা যেকোন সংখ্যারই গুণনীয়ক? উত্তর : ১ ০৭। ২৪ এর উৎপাদক কয়টি? উত্তর : ৮টি ০৮। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত? উত্তর : ১ ০৯। ৩ ও ৫ এর গ.সা.গু. কত? উত্তর : ১ ১০। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে? উত্তর : ল.সা.গু. ১১। ৭ এর প্রথম চারটি গুণিতক লিখ। উত্তর : ৭, ১৪, ২১, ২৮ ১২। ১৮, ২৪ ও ৩৬ এর ল.সা.গু. কত? উত্তর : ৭২ ১৩। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে? উত্তর : ল.সা.গু. ১৪। ২৪ ও ৩৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? উত্তর : ৭২ ১৫। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে? উত্তর : ১ ১২২। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি? উত্তর : ২টি ১৬। দুইটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণফল কত? উত্তর : সংখ্যা দুইটির গুণফল ১৭। ২৪ ও ৩০ এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত? উত্তর : ৬ ১৮। ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি? উত্তর : ২ ঢ ২ ঢ ৩ ঢ ৫ ১৯। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়? উত্তর : ২টি ২০। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়? উত্তর : ৬
×