ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪০, ২ এপ্রিল ২০১৭

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

মডেল প্রশ্ন জীববিজ্ঞান : সৃজনশীল ও বহুনির্বাচনী প্রথম পত্র লিখেছেন তাসলিমা আফরোজ জীববিজ্ঞান পরীক্ষা ভাল হোক এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষার্থী বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন জীববিজ্ঞান (১ম পত্র) সৃজনশীল নমুনা প্রশ্ন। আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতি খুবই ভাল। বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আর একবার নিজেকে যাচাই করে নাও দেখ তো সব পার কিনা? জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ১। ক। লাইসোজোম কী? খ। ইউক্রোমাটিন বলতে কী বোঝায়? গ। উদ্দীপকের অ-এর প্রকারভেদগুলোর কাজ লেখ। ঘ। উল্লিখিত ই, অ থেকে পৃথক বিশ্লেষণ কর। ২। নিষেক ক। মেটাকাইনেসিস কী? খ। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলতে কী বোঝায়? গ। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় অ ও ই সৃষ্টি হয় তার কায়াজমা সৃষ্টির ধাপ চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা কর। ঘ। উদ্দীপকে উল্লিখিত অ ও ই যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সৃষ্টি হয় তার গুরুত্ব বিশ্লেষণ কর। ৩। জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের মধ্যে কোন্ কোন্ পদার্থ শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, আবার কোন্ কোন্ পদার্থ বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। ক। গ্লাইকোসাইডিক বন্ড কী? খ। বিজারক শর্করা বলতে কী বোঝায়? গ। উল্লিখিত ১ম জৈব রাসায়নিক পদার্থটির একটি গাঠনিক সঙ্কেত লিখ যা ১টি অ্যালডিহাইড এবং ১টি কিটো মূলকের সমন্বয়ে গঠিত। ঘ। শেষোক্ত জৈব রাসায়নিক পদার্থটির জীবদেহে ভূমিকা বিশ্লেষণ কর। ৪। ক। ক্যাপসিড কী? খ। উগ্যামি বলতে কি বোঝায়? গ। চিত্র ঢ এর গঠন চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা কর। ঘ। চিত্র ু এর জীবনচক্র সম্পন্ন করতে দুটি ভিন্ন ধরনের পোশাকের প্রয়োজন- বিশ্লেষণ কর। ৫। করিম মিয়ার আলুক্ষেতে এক ধরনের রোগের প্রকোপ ঘটেছে। প্রথমে আলুগাছের পাতার আগা বা কিনারায় ভেজা হালকা বাদামি বর্ণের দাগ দেখা গেছে। মেঘলা আবহাওয়ায় কয়েক দিনের মধ্যেই গাছের সমস্ত পাতা ঝলসে যাওয়ার মতো শুকিয়ে গিয়ে তীব্র পচা সবজির গন্ধ ছড়াতে শুরু করেছে। ক। মাশরুম কী? খ। বিষাক্ত মাশরুম চেনার উপায় ব্যাখ্যা কর। গ। করিম মিয়ার ক্ষেতে আক্রমনকারী জীবটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ঘ। উক্ত জীবটির গুরুত্ব মূল্যায়ন কর। ৬। কুসুমকে গ্রীষ্মকালে আমগাছে পানি দিতে দেখে তার ছোট বোন জিজ্ঞাসা করল, আপু গাছ কী আমাদের মতো পানি খায়? কুসুম বলল, গাছ প্রথমে মাটি থেকে পানি ও অন্যান্য বস্তু শুষে নেয় এবং পরে গৃহীত পানির কিছু অংশ দেহ থেকে বের করে দেয়। ক। প্রস্বেদন কী? খ। সিমপ্লাস্ট বলতে কী বোঝায়? গ। উদ্দীপনকে উল্লিখিত পানির সঙ্গে অন্যন্য বস্তুর শোষন পদ্ধতি ব্যাখ্যা কর। ঘ। পরের প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে কীরূপ প্রভাব বিস্তার করে? তোমার মতামতসহ বিশ্লেষণ কর। ৭। ড. মাহমুদ গবেষণাগারে সয়েল (ঝড়রষ) ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে এক ধরনের নতুন জাতের বেগুন উদ্ভাবন করেন। তার সহকর্মী ড. আলম দুটি কোষের শুধুমাত্র সাইটোপ্লাজমের মিশ্রণ ঘটিয়ে সাইব্রিড (পুনৎরফ) জাতীয় নতুন উদ্ভিদ উদ্ভাবন করেন। ক। পেমাটো কী? খ। রেস্ট্র্রিকশন এনজাইম বলতে কী বোঝায়? গ। ড. মাহমুদের নতুন জাত উদ্ভাবনে ব্যবহৃত প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও। ঘ। ড. আলমের ব্যবহৃত প্রক্রিয়াটি ভূমিকা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৮। অ. গ্লুকোজ.................... পাইরুভিক এসিড ই. প্রাণিভৌগোলিক অঞ্চলম অভিযোজন (ওরিয়েন্টাল অঞ্চল) (র) জলজ অভিযোজন (রর) মরুজ অভিযোজন (ররর) ঈ ক। বায়োম কী? খ। ইকোলজিক্যাল পিরামিড বলতে কী বোঝায়? গ। উদ্দীপকে উল্লিখিত অ প্রক্রিয়ার ১ম পাঁচটি ধাপের বিক্রিয়া এনজাইমের নামসহ ছক আকারে উপস্থাপন কর। ঘ। জীববৈচিত্র্য রক্ষায় ঈ এর ভূমিকা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। বহুনির্বাচনী অভীক্ষা সময়-২৫ মিনিট, পূর্ণমান-২৫ ১। প্রোটেপ্লাজমের সূত্রবৎ অংশটুকু কী নামে অভিহিত? ক) প্লাজমোডেসমাটা খ) ক্রোমোটোফোর গ) টনোপ্লাস্ট ঘ) কোয়ানোসাইট ২। ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কনিকার আধিক্যের জন্য সবুজ হয়? ক) জ্যান্থোফিল খ) ক্লোরোফিল গ) ক্যারোটিন ঘ) ফাইকোসায়ানিন ৩। বাইভ্যালেন্ট সৃষ্টি হয়- র. হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে রর. জোড়ায় জোড়ায় মিলন হয় ররর. নন হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে নিচের কোন্টি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪। কোন্টি ডাইস্যাকারাইড- ক) গাইকোজেন খ) স্টার্চ গ) র‌্যাফিনোজ ঘ) সেলোবায়োজ ৫। হরমোন ও অ্যান্টিবডি তৈরি হয়- ক) লিপিড দিয়ে খ) সেলুলোজ দিয়ে গ) প্রোটিন দিয়ে ঘ) শর্করা দিয়ে নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নে উত্তর দাও : কিছু জৈব যৌগ আছে যারা কোন বস্তুর উপর স্বাধীনভাবে ক্রিয়া করে কোন জৈব রাসায়নিক বিক্রিয়ায় স্বল্পমাত্রায় অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। ৬। উদ্দীপকে কোন্ যৌগের কথা বলা হয়েছে? ক) হরমোন খ) এনজাইম গ) ভিটামিন ঘ) খনিজ লবণ ৭। যৌগগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য হলো- র. উচ্চ তাপেরা প্রভাবে এদের কার্যক্ষমতা নষ্ট হয় রর. সকলেই পানি ও লঘু এ্যালকোহলে দ্রবণীয় ররর. কেবল ক্ষরীয় পরিবেশে ক্রিয়াশীল নিচের কোন্টি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮। রুবিওলা ভাইরাস দায়ী কোন্ ক্ষেত্রে? ক) পোলিও খ) গুটিবসন্ত গ) জলাতঙ্ক ঘ) হাম ৯। জিন প্রকৌশলে ব্যবহৃত হয় কোন্টি? ক) ঊ. পড়ষর খ) ইধপরষষঁং. ংঢ় গ) চংবঁফড়সড়হধং ঘ) ঈড়পপঁং ১০। ছত্রাকের সাইটোপ্লাজমে নিচের কোন্টি অনুপস্থিত? ক) কোষঝিল্লি খ) নিউক্লিয়াস গ) পানি ঘ) প্লাস্টিড ১১। মানুষের শরীরে দাঁদ রোগ হয় কোন্ ছত্রাকের আক্রমণে? ক) ঞযরড়ৎধ খ) ঞযধহশধ গ) ঞরহবধ ঘ) গঁপড়ৎ ১২। সচল শুক্রাণুর সঙ্গে বৃহৎ অচল ডিম্বাণুর মিলনকে কী বলা হয়? ক) উগ্যামাস খ) অ্যানাইসোগ্যামাস গ) আইসোগ্যামাস ঘ) প্লাজামোগ্যামাস নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : হুমায়ুন গ্রামের বাড়িতে বেড়াতে গল। তাদের বাড়ির ভেজা দেয়ালে সে চক্রাকার দ্ব্যগ্র শাখান্বিত এক ধরনের থ্যালয়েড উদ্ভিদ দেখতে পেল। ১৩। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলোÑ ক) ঝবসরনধৎনঁষধ খ) ঝবষধমরহবষষধ গ) জরপপঃধ ঘ) গধৎপযধহঃরধ ১৪। উদ্দীপকের উদ্ভিদের বৈশিষ্ট্য হলোÑ র) দ্ব্যগ্রভাব শাখা বিন্যাস যুক্ত রর) বিষম পৃষ্ঠীয় শায়িত ররর) স্পোরোফাইট ক্যাপসিউলে আবদ্ধ নিচের কোন্টি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫। পরাগরেণুগুলো সরাসরি কোথায় পতিত হয়? ক) গর্ভাশয়ে খ) গর্ভমু-ে গ) ডিম্বক রন্দ্রে ঘ) গর্ভদ-ে ১৬। সবচেয়ে প্রভাবশালী উদ্ভিদগোষ্ঠী কোন্টি? ক) আবৃতবীজী উদ্ভিদ খ) নগ্নবীজী উদ্ভিদ গ) ব্যক্তবীজী উদ্ভিদ ঘ) মসবর্গীয় উদ্ভিদ ১৭। নিচের কোন্টি অবৃন্তক পুষ্পধারণ করে? ক) গ্যালিয়া খ) লেমা গ) লোডিকিউল ঘ) পুংকেশর ১৮। পাটের আঁশ কোন্ জাতীয় টিস্যু? ক) এপিক্যাল মেরিস্টেম খ) সেকেন্ডারি জাইলেম টিস্যু গ) প্রাইমারি জাইলেম টিস্যু ঘ) সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু ১৯। রক্ষীকোষ স্ফীত হলে কোন্টি ঘটে? ক) পত্ররন্ধ্র খুলে যাবে খ) পত্ররন্ধ্র স্বাভাবিক থাকবে গ) পত্ররন্ধ্র নষ্ট হয়ে যাবে ঘ) পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে ২০। ক্যালভিন চক্রের অপর নাম কী? ক) ঈ৩ চক্র খ) ঈ৪ চক্র গ) ঈ৫ চক্র ঘ) ঈ৬ চক্র ২১। স্ত্রীরেণু মাতৃকোষ কোন্ ধরনের? ক) হ খ) ২হ গ) ৩হ ঘ) ৪হ ২২। জীবের বিবর্তনে ভূমিকা রাখে কোন্টি? ক) কৃত্রিম জনন খ) অযৌন জনন গ) যৌন জনন ঘ) অঙ্গজ জনন ২৩। উদ্ভিদের ক্ষুদ্র অংশ বা কোষ; যা টিস্যু কালচারে ব্যবহৃত হয় তাকে কী বলে? ক) ক্যালাস খ) মেরিস্টেম গ) এক্সপ্লান্ট ঘ) টনোপ্লাস্ট ২৪। প্রাণীর রক্ত ও মূত্র থেকে ঔষধ আহরণ হচ্ছে কোন্ পদ্ধতিতে? ক) মলিকুলার ফার্মিং খ) মেডিসিন কালচার গ) জিন ক্লোনিং ঘ) ভ্যাক্সিনেশন ২৫। ওরিয়েন্টাল অঞ্চলভুক্ত দেশ কোন্টি? ক) ভারত খ) আর্জেন্টিনা গ) রাশিয়া ঘ) মিসর উত্তরমালা : ১-ক, ২-খ, ৩-ক, ৪-খ, ৫-গ, ৬-খ, ৭-ক, ৮-ঘ, ৯-ক, ১০-ঘ, ১১-গ, ১২-ক, ১৩-ক, ১৪-ঘ, ১৫-ঘ, ১৬-ক, ১৭-ঘ, ১৮-ঘ, ১৯-ক, ২০-ক, ২১-খ, ২২-ক, ২৩-খ, ২৪-ক, ২৫-ক (বাস্তব প্রতিফল ঘটাতে হবে পরিবারে ও রাষ্ট্রে। পরীক্ষা ভাল হোক শিক্ষাসাগরের পক্ষ থেকে এটা আমাদের প্রত্যাশা।)
×