ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

প্রকাশিত: ০৬:৩৫, ২ এপ্রিল ২০১৭

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ সেøা ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। নির্ধারিত ৫০ ওভার শেষ করতে প্রায় আধঘণ্টারও বেশি সময় নেয় বাংলাদেশ। এ কারণেই শাস্তি কপালে জুটে বাংলাদেশের। একটি ওয়ানডে ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাশরাফি। ম্যাচটিতে বাংলাদেশ ৭০ রানে হারে। বাংলাদেশের পরবর্তী ওয়ানডেতে তাই দলের নেতৃত্বভারটা নিতে হবে অন্য কাউকে। বর্তমান সূচী অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ওয়ানডে আগামী ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল নিউজিল্যান্ড। সেই ম্যাচটিতে মাশরাফি থাকতে পারছেন না। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ক্রিকেটার হিসেবেও খেলতে পারবেন না। বাংলাদেশ টি২০ দল ঘোষিত স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। এবার টি২০ সিরিজে মাঠে নামার পালা বাংলাদেশের। ৪ ও ৬ এপ্রিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার ঘোষিত ১৬ সদস্যের টি২০ দলে নতুন মুখ সাইফউদ্দিন। ওয়ানডে দল থেকে শুধু রুবেল হোসেনকে বাদ দেয়া হয়েছে। নেয়া হয়েছে অলরাউন্ডার সাইফউদ্দিনকে। ওয়ানডের বাকি সব ক্রিকেটারই টি২০ দলে রয়েছে। বাংলাদেশ টি২০ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিন। কোহলির হাতে পদ্মশ্রী স্পোর্টস রিপোর্টার ॥ সুপার বিরাট কোহলির হাতে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার (স্মারক) তুলে দিচ্ছেন রাষ্ট্রপাতি প্রণব মুখার্জী। জানুয়ারিতেই ৩১তম ক্রিকেটার হিসেবে এ পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। গত মৌসুমে কোহলির নেতৃত্বে ১৩ টেস্টের ১০টিতে এবং ঘরের মাটিতে টানা ছয় সিরিজ জিতেছে ভারত। উঠে এসেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। তিন ফরমেটের অধিনায়ক এ সময়ে ব্যাট হাতেও রানের বন্যা বইয়ে দিয়েছেন। জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ স্পোর্টস রিপোর্টার ॥ সুজুকি জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে শনিবারের খেলায় ১০ মিটার এয়ার পিস্তলে (মহিলা) কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস আঁখি প্রথম, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের জান্নাতুল ফেরদৌসী বন্যা দ্বিতীয়, বিকেএসপি শূটিং ক্লাবের আলমিনা আক্তার তৃতীয়; ১০ মিটার এয়ার পিস্তলে (জুনিয়র, মহিলা) বিকেএসপি শূটিং ক্লাবের তুরিং দেওয়ান প্রথম, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের শাম্মি আক্তার দ্বিতীয়, কুষ্টিয়া রাইফেল ক্লাবের সায়মা খানম মৌলি তৃতীয়, ১০ মিটার এয়ার রাইফেলে (মহিলা) আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা প্রথম, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার দ্বিতীয়, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন আক্তার তৃতীয়; ১০ মিটার এয়ার রাইফেলে (জুনিয়র, মহিলা) আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের মাহফুজা জান্নাত প্রথম হয়েছেন।
×