ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ামিতে ফেদেরার-নাদাল শিরোপা লড়াই

প্রকাশিত: ০৬:৩৪, ২ এপ্রিল ২০১৭

মিয়ামিতে ফেদেরার-নাদাল শিরোপা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুতেই দেখা গিয়েছিল আকাক্সিক্ষত জমজমাট লড়াই। ব্যক্তিগত জীবনে পরম বন্ধু আর টেনিস কোর্টে চরম শত্রু রজার ফেদেরার ও রাফায়েল নাদাল মুখোমুখি হয়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শেষ পর্যন্ত ফেদেরারই জিতেছিলেন। এবার নাদালের প্রতিশোধ নেয়ার পালা। মিয়ামি ওপেনের শিরোপা লড়াই এবার দু’জনের। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরজিওসের বিরুদ্ধে ঘাম ঝরানো জয় পান ফেদেরার। আর নাদাল সহজেই উড়িয়ে দেন ইতালির অবাছাই ফ্যাবিও ফগনিনিকে। মিয়ামির কি বিসকেইনে ছিল তুমুল উত্তেজনা। ১৮ গ্র্যান্ডসøাম জয়ী সুইস তারকা ফেদেরারকে বারবার চেপে ধরেছিলেন কিরজিওস। ১২ নাম্বার বাছাই এ অস্ট্রেলিয়ান তারকা কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দেন ফেদেরারকে। কানায় কানায় পূর্ণ কোর্টের গ্যালারি ৩ ঘণ্টা ১০ মিনিটের তীব্র লড়াই উপভোগ করেছে রুদ্ধশ্বাসে। দুই প্রতিপক্ষের মধ্যেও ছিল দারুণ উত্তেজনা। তিন সেটের লড়াইয়েই হয়েছে টাইব্রেক। সেই টাইব্রেকগুলোরও ফলাফল ছিল প্রলম্বিত। তৃতীয় টাইব্রেকে হেরে ম্যাচ পরাজয় নিশ্চিত হওয়ার পর কিরজিওস হতাশায় র‌্যাকেট আছড়ে ফেলেন কোর্টে। কারণ ফেদেরার জিতে গেছেন ৭-৬ (১১-৯), ৬-৭ (৯-১১) ও ৭-৬ (৭-৫) সেটে। অথচ ম্যাচে প্রবল গতিধর ছিলেন কিরজিওস। ১৪০ মাইল বেগে করেছেন কিছু কিছু সার্ভ, জিতেছেন ১৪টি এসেস। দীর্ঘক্ষণ ধরে র‌্যালি হয়েছে পয়েন্ট দখলের ক্ষেত্রে। দারুণ কিছু জয় পেয়েছেন এ অস্ট্রেলিয়ান, কিন্তু শেষ হাসিটা হাসেন ফেদেরারই।
×