ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিএ লীগে জুভেন্টাস-নেপোলি মুখোমুখি

প্রকাশিত: ০৬:৩৪, ২ এপ্রিল ২০১৭

সিরিএ লীগে জুভেন্টাস-নেপোলি মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ সিরি’ এ লীগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইতালির দুই জায়ান্ট ক্লাব জুভেন্টাস এবং নেপোলি। সাও পাওলোতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য দিবে নেপোলি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভরা। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। এই ম্যাচে জিতলে পয়েন্ট ব্যবধানটা আরও বেড়ে দাঁড়াবে সফরকারীদের। অন্যদিকে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না নেপোলি। জুভেন্টাসের সমানসংখ্যক ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নেপোলি আজ জিতলে শিরোপার লড়াইটাও বেশ জমে উঠবে সিরি’ এ লীগে। তবে এই ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আজ আলোচনায় সাও পাওলোতে হিগুয়েনের ফেরা। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৩ সালে নেপোলিতে যোগ দেন গঞ্জালো হিগুয়েন। সিরি’ এ লীগে তিন বছর খেলে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ক্লাবটির সমর্থকদের হৃদয়ে আলাদা করেই জায়গা করে নেন এই আর্জেন্টাইন তারকা। গত মৌসুমে তো রেকর্ড ৩৬ গোল করে নিজেকে দারুণভাবে মেলে ধরেন হিগুয়েন। কিন্তু চলতি মৌসুম শুরুর আগেই নেপোলির সমর্থকদের হৃদয় খান খান করে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন সাবেক রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকার রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। পল পগবা (৮৯ মিলিয়ন পাউন্ড), গ্যারেথ বেল (৮৫ মিলিয়ন পাউন্ড) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (৮০ মিলিয়ন পাউন্ড) পর যা তাকে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবলারের তালিকায় নিয়ে যায়। তবে নেপোলির ভক্ত-অনুরাগীদের হৃদয় থেকে হারিয়ে যান হিগুয়েন। জুভেন্টাসে যোগ দেয়ার পরই তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যায়িত করে নেপোলির সমর্থকরা। আজ আবারও তার সাবেক ক্লাব নেপোলিতে ফিরছেন গঞ্জালো হিগুয়েন। সিরি’ এ লীগের ম্যাচে সাও পাওলোতে জুভেন্টাসকে আতিথ্য দিবে। এই ম্যাচের আগে সমর্থকদের রাস্তায় টয়লেট পেপার বিক্রি করতে দেখা গেছে। যে টয়লেট পেপারে ব্যবহার করা হয়েছে গঞ্জালো হিগুয়েনের মুখ। এ থেকেই বুঝা যায় যে, আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রতি কি ভালবাসাটাই না জন্মেছিল নেপোলির। যা বর্তমানে পরিণত হয়েছে সীমাহীন ক্ষোভে। জুভেন্টাসে যোগ দেয়ার পর এটাই অবশ্য হিগুয়েনের প্রথম নেপোলি সফর নয়। এর আগেও সাও পাওলোতে খেলেছেন তিনি। শুধু তাই নয়, এই মৌসুমে তার সাবেক ক্লাব নেপোলির বিপক্ষে দু’টি গোলও করেছেন তিনি। তবে গোল উদযাপন করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। এই মৌসুমে এখন পর্যন্ত জুভাদের হয়ে ২৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন গঞ্জালো হিগুয়েন। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ১৯ বার বলও জড়িয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার। সিরি’ এ লীগে এখন এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। সর্বশেষ পাঁচবারই লীগ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। এবারও তার ব্যতিক্রম নয়। মৌসুমের প্রথম ২৯ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। লীগ টেবিলের দুইয়ে থাকা রোমার সঙ্গেও তাদের পয়েন্ট ব্যবধান আট। আর সমানসংখ্যক ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে সিরি’ এ লীগের তৃতীয় স্থানে অবস্থান করছে নেপোলি। যে কারণেই জুভেন্টাসের বিপক্ষে আজকের ম্যাচটা যে জমবে তা আর বলার অপেক্ষা রাখে না।
×