ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলির ভারতে মুগ্ধ সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ০৬:৩৪, ২ এপ্রিল ২০১৭

কোহলির ভারতে মুগ্ধ সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বিরাট কোহলির ভারতকে দেখে মুগ্ধ দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১এ হারিয়ে আইসিসির শীর্ষ দল হিসেবে পুরস্কার নিশ্চিত করে স্বাগতিকরা। এ নিয়ে ২০০৫ থেকে সবকটি দেশের (৯টি) বিপক্ষে সিরিজ জয়ের বৃত্ত পূরণ করে ভারত। যার মধ্যে ২০১৫ থেকে কোহলি অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই আসে সাত সাফল্য। গত মৌসুমে নিজ মাঠে ১৩ টেস্টের ১০টিতেই জিতেছে কোহলির দল, ড্র ২, হার মাত্র একটিতে। ব্যাট হাতে অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বছরজুড়ে বোলিংয়ের তুরুপের তাস হয়ে ছিলেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজারা। এই দলটি বিশ্বের যে কোন প্রান্তে যে কোন দেশের বিপক্ষে সফল হওয়ার যোগ্যতা আছে বলে মনে করেন সৌরভ। কলকাতার দাদাবাবু খ্যাত সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘নিজ মাঠে গত ১৩টি টেস্ট দেখে আমার মনে হচ্ছে, কোহলির নেতৃত্বে এই দলটার বিশ্বের যে কোন প্রান্তে সফল হওয়ার সামর্থ্য আছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-স্পিরিট, সবমিলিয়ে অসাধারণ ক্রিকেট খেলছে। কোহলির সহসী অধিনায়কত্ব, পুজারা-রাহুলের ব্যাটিং, অশ্বিন-জাদেজার বোলিংয়ের সঙ্গে শেষ দুটি সিরিজে পেসাররাও ভাল করেছে। সর্বোপরি সাদা পোশাকে ভারত এখন একটি পরিপূর্ণ দল হয়ে উঠেছে।’ এভাবে টানা সাফল্যের পর ক্যাপ্টেন কোহলিকে সৌভাগ্যবানও মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘ভারতের অন্য যে কোন অধিনায়কের তুলনায় বিরাট নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারে। কখনও কখনও এমনকি আপনাকে নিজ মাঠে একটি ম্যাচ জয়ের জন্যেও ভাবতে হয়। আমার ধারণা ছিল ভারত এই মৌসুমে অন্তত ৮টি টেস্ট জিতবে, কিন্তু ওরা ১০টা জিতেছে। একটা নিশ্চিত জয় ফসকে গেছে। আবার একটা নিশ্চিত হার বাঁচিয়ে ড্র করেছে। সত্যি এমন সাফল্যের তুলনা হয় না।’ আধুনিক ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার আরও বলেন, ‘ফলের চেয়েও আমি দুই চ্যাম্পিয়ন কোহলি ও অশ্বিনের সঙ্গে রাহুল, জাদেজা ও উমেশ যাদবদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জনটা বেশি উপভোগ করেছি।’ ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরের মধ্যপথে মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নিলে সাদা পোশাকের দায়িত্ব পান কোহলি। সেই থেকে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা জিতেছে ভারত। বিদেশে গিয়ে হারিয়ে এসেছে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজকে। এখন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ ধারা অব্যাহত থাকলে কোহলিরা সত্যিকারের ‘নাম্বার ওয়ান’ হয়ে উঠবে। ৪৪ বছর বয়সী সৌরভ মনে করেন বিদেশে, বিশেষ করে দ্রুতগতির পিচে লাল বলে ভাল ব্যাটিংই সাফল্য এনে দিতে পারে। এক্ষেত্রে কোহলি-পুজারাকে জুটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পুজারার প্রশংসা করে সৌরভ বলেন, ‘গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পুজারা বাদ পড়ায় আমি সত্যি অবাক হয়েছিলাম। বলেছিলাম ও একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, সে যে কোন পরিস্থিতি জয় করতে সক্ষম। ফিরে আসার পর এ মৌসুমে ১৩১৬ রান করেছে, আমার বিশ্বাস বিদেশের মাটিতেও সে এ ধারা অব্যাহত রাখবে।’ সাবেক সতীর্থ অনীল কুম্বলের কোচিং ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন সৌরভ গাঙ্গুলী।
×