ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যামিরেটসে ম্যানসিটি-আর্সেনাল আগুন লড়াই

প্রকাশিত: ০৬:৩৪, ২ এপ্রিল ২০১৭

এ্যামিরেটসে ম্যানসিটি-আর্সেনাল আগুন লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। তারপরও শিরোপার আশা ছাড়ছে না পেপ গার্ডিওলার শিষ্যরা। তবে লীগে আজ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। কেননা এ্যানফিল্ডে যে তাদের প্রতিপক্ষ আজ শক্তিশালী আর্সেনাল। লীগে এখন ছয় নাম্বারে অবস্থান করছে আর্সেনাল। ২৭ ম্যাচ থেকে তাদের দখলে ৫০ পয়েন্ট। এই ম্যাচে সিটিকে হারাতে পারলে শীর্ষ পাঁচে উঠে আসার সম্ভাবনা থাকবে গানারদের। তবে এই ম্যাচের আগেও আলোচনায় আর্সেনালের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার। কেননা চলতি মৌসুমের পর আর্সেনালের সঙ্গে ওয়েঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সর্বশেষ ৯ ম্যাচের মধ্যে ছয়টিতেই হার ক্লাবটিতে ওয়েঙ্গারের ভবিষ্যতকে অনিশ্চিত করে দিয়েছে। এখন এ্যামিরেটস স্টেডিয়ামে ভক্তদের মধ্যে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আসন্ন দলবদলের সময় আর্সেনালের দলগঠন পরিকল্পনায় আর্সেনালে ৬৭ বছর বয়সী কোচের ভবিষ্যত নির্ভর করছে। মেসুত ওজিল ও এ্যালেক্সিস সানচেজকে আর্সেনাল ছেড়ে দিচ্ছে বলে গুজব উঠেছে। এদিকে ফরাসী ওই কোচ মনে করেন তিনি ক্লাবের চেয়ে বড় নন। এ প্রসঙ্গে ওয়েঙ্গার বলেন, ‘এই মুহূর্তে আমাদের দল বদলের চিন্তা মাথায় নেই। এখন আমাদের ভাবনায় রয়েছে কিভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করা যায়। ফলে এখন খেলোয়াড়দের সঙ্গে আপোসরফা করার মতো সময় আমাদের হাতে নেই। তবে একটি বিষয়ে আমরা সততার মধ্যে আছি সেটি হচ্ছে মানুষকে সঠিক কথাটা বলি।’ ফরাসী কোচ এ সময় আরও বলেন, ‘এই মুহূর্তে সারাবিশ্বে আর্সেনাল হচ্ছে একটি ব্র্যান্ড। সবাই দলটিকে সমীহ করে। ক্লাবটির নামডাকও আমার চেয়ে অনেক বেশি। ওয়েঙ্গারের কাছে না আসার চেয়ে আর্সেনালে আসাটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’ পরবর্তী মৌসুম নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে লন্ডনের এই ক্লাবটিতে ২০১৬-১৭ মৌসুমের পরও থেকে যাবার ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্গার। তিনি বলেন, ‘অবশ্যই আমি এখানে আরও থাকতে চাই। তবে আমি কি কয়েকমাসের জন্য থাকব নাকি ১০ বছরের জন্য থাকব সেটি আপনাদের অবশ্যই জানাব।’ ক্লাব ফুটবলের যে ক’জন তারকা কোচ রয়েছেন তাদের মধ্যে পেপ গার্ডিওলা অন্যতম। তার অধীনেই অসাধারণ সব সাফল্যের দেখা পায় স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা। এতোসব সাফল্যের পরও কিন্তু ন্যুক্যাম্পে ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি তিনি। কাতালান ক্লাবটি ছেড়ে সাময়িক বিরতির পর যোগ দেন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে। এরপর চলতি মৌসুমের আগেই নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। ম্যানচেস্টার সিটির হয়ে শুরুটা দারুণভাবেই করেছিলেন এই স্প্যানিশ কোচ। কিন্তু মাঝপথেই যেন খেই হারিয়ে ফেলে তার দল। তবে এই সময়ের মধ্যে পেপ গার্ডিওলা বুঝে গেছেন যে ইংলিশ প্রিমিয়ার লীগটা বেশ কঠিন। সেই হিসেবে আর্সেন ওয়েঙ্গারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কেননা তার মতে ওয়েঙ্গার ভাল না হলে দীর্ঘদিন আর্সেনালের হয়ে থাকতে পারতেন না। তাই জয়ে ফিরলে গানারদের কোচকে নিয়ে সমর্থকদের মধ্যে যে সমালোচনা শুরু হয়েছে তা নিঃসন্দেহেই থেমে যাবে বলে মনে করেন গার্ডিওলা। তিনি বলেন, ‘প্রিমিয়ার লীগে জেতাটা সহজ কোন বিষয় নয়। কিন্তু আমি নিশ্চিত যে ওয়েঙ্গার যা করেছে এবং এখনও যা করছে তাতে সমর্থকদের সম্মান প্রদর্শন করা উচিত। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত যে, ওয়েঙ্গার যদি আবারও জয়ে ফিরে তাহলে সমর্থকরা খুশি হবে। সমর্থকদের অবশ্যই বুঝতে হবে যে, এখানকার ফুটবলটা আসলে কত কঠিন। এখন সবগুলো দলই নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। দীর্ঘদিন ধরেই একটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করে আসছেন ওয়েঙ্গার। তা আসলেই খুব গুরুত্বপূর্ণ। সে এখানে দীর্ঘদিন অবস্থান করার মানে নিশ্চই অনেক ভাল। যদি সে ভাল নাই হতো তাহলে এটা কখনই হত না।’
×