ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

ইনজুরির মিছিলে অশ্বিনও

প্রকাশিত: ০৬:৩৩, ২ এপ্রিল ২০১৭

ইনজুরির মিছিলে অশ্বিনও

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি২০ ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসর। কিন্তু টানা টেস্ট খেলে ইনজুরিতে পড়ায় একাধিক তারকা ক্রিকেটারকে দেখতে পাবেন না দর্শকরা। যেখানে বড় নাম রবিচন্দ্রন অশ্বিন। স্পোর্টস হার্নিয়ার কারণে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তুখোড় এই অফস্পিনার। চোটে ভুগছেন লোকেশ রাহুল, মুরলি বিজয় ও রবীন্দ্র জাদেজা। এমন কি শুরু থেকে খেলতে পারছেন না তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও। এ মৌসুমে টানা টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যার অবিচ্ছেদ্য অংশ ছিলেন অশ্বিন। স্পোর্টস হার্নিয়া মূলত তলপেটের নীচের পেশি ক্ষতিগ্রস্ত হওয়া। আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অতিগুরুত্বপূর্ণ সদস্য যে পুরো আসর থেকে ছিটকেই গেছেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটেই সেটি নিশ্চিত করা হয়েছে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোকেশ রাহুল এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মুরলি বিজয় কাঁধের চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েন। এছাড়া সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিও। সেই সঙ্গে চোট থাকায় শুরুর দিকে বিশ্রামে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের স্পিডস্টার উমেশ যাদবকে। অশ্বিন সব ফরমেটেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে শতভাগ ফিট পেতে চায় ভারত। এই মৌসুমে ঘরের মাঠে দলের ১৩ টেস্টের সককটিই খেলেছেন অশ্বিন। সবমিলিয়ে এবার ৭৫০ ওভার বোলিং করেছেন তিনি।
×