ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিগার স্কেটিং

রেকর্ড গড়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন মেদভেদেভা

প্রকাশিত: ০৬:৩২, ২ এপ্রিল ২০১৭

রেকর্ড গড়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন মেদভেদেভা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা জয়ের রেশ ধরে রাখলেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে একটানা ৯টি আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হয়েছেন। ১৭ বছর বয়সী সুন্দরী রাশিয়ান কিশোরী ইজগেনিয়া মেদভেদেভা সাম্প্রতিক সময়ে চোখ ধাঁধানো নৈপুণ্যে সবাইকে মাত করে যাচ্ছেন। এবার হেলসিঙ্কিতেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আরেকটি খেতাব জিতলেন। ফ্রি-স্কেট প্রোগ্রামে নতুন রেকর্ড গড়েছেন তিনি। সার্বিকভাবে ২৩৩.৪১ পয়েন্টও নতুন রেকর্ড। ভেঙ্গেছেন নিজেরই গড়া পূর্বতন রেকর্ড। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপসে চ্যাম্পিয়ন হলেন মেদভেদেভা। এখন ২০১৮ শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ক্ষুণœ হওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে চান তিনি। সেদিকেই মনোযোগী হবেন বলে ঘোষণা দিয়েছেন এ কিশোরী। ফিগার স্কেটিংয়ের সবচেয়ে কঠিন ইভেন্ট হচ্ছে শর্ট প্রোগ্রাম। এখানে স্কেটারদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। একটু এদিক-ওদিক হলেই ইনজুরি। হেলসিঙ্কিতে এই শর্ট প্রোগ্রামেও দুরন্ত ছিলেন মেদভেদেভা। দ্বিতীয়ার্ধে এই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্কোর করেছেন ৭৯.০১। বিশ্বরেকর্ড থেকে সামান্য দূরে ছিলেন। ৭৯.২১ হচ্ছে বিশ্ব রেকর্ড পয়েন্ট। সেটিও গ্রাঁ প্রিঁ ফাইনালে গত ডিসেম্বরে করেছিলেন মেদভেদেভা নিজেই। শর্ট প্রোগ্রামে শীর্ষে থেকেই শেষ করেছিলেন। এ কারণে সর্বশেষ ফ্রি স্কেট ইভেন্টের দিকে সবার নজর ছিল। অবশ্য ফ্রি স্কেটে আরও দুরন্ত তিনি। সেটাই করে দেখালেন। গড়লেন নতুন বিশ্বরেকর্ড। এবার তার ফ্রি স্কেটে পয়েন্ট ১৫৪.৪০। সবমিলিয়ে প্রতিযোগিতায় ২৩৩.৪১ পয়েন্ট স্কোর করেছেন মেদভেদেভা। এ দুটিই নতুন রেকর্ড, ভেঙ্গেছেন নিজের গড়া আগের বিশ্বরেকর্ড দুটি। আগের দুটি বিশ্বরেকর্ডই পেছনে পড়ে গেছে ৩ পয়েন্টের কিছু বেশি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা কানাডার ২১ বছর বয়সী ক্যাটলিন ওসমুন্ড (২১৮.১৩) ১৫ পয়েন্ট পিছিয়ে ছিলেন। তৃতীয় স্থান নিয়ে বিজয় মঞ্চের আরেকটি জায়গাও দখলে ছিল কানাডার। ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েলি ডেলম্যান (২১৩.৫২) জিতেছেন ব্রোঞ্জ। ২০০৯ সালের পর এই প্রথম আবার বিশ্বচ্যাম্পিয়নশিপস ফিগার স্কেটিংয়ের পদক জিতল কানাডা। ২০১৬ সালে সিনিয়র ক্যারিয়ারের অভিষেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবারও সেটা ধরে রাখলেন মেদভেদেভা। আর সে কারণে দারুণ খুশি তিনি। মেদভেদেভা বলেন, ‘এই দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপস আমার জন্য খুবই ব্যতিক্রম। গত বছরটা ছিল আমার জন্য একেবারেই নতুন। আর এখন আমি বেশ অভিজ্ঞ। যতটুকু শিখেছি আমি শুধু সেটাই দেখাতে চেয়েছি। আর এতে করে বুঝতে পেরেছি আমার উন্নতি হয়েছে।’ তৃতীয় স্থান অর্জন করা ডেলম্যানও মেদভেদেভার প্রশংসায় মুখর হয়েছেন। তিনি বলেন, ‘তার স্কেটিং শেষ হওয়ার পর আমি খুবই প্রশংসা করেছি। কারণ সে সত্যিই বিস্ময়কর এবং অতি মনোরম একজন স্কেটার। আমার খুব ভাল বন্ধু এবং সে যেমন স্কেটিং করে তেমনটা করার আকাক্সক্ষা সবসময় থাকে আমার।’ মেদভেদেভা ফিগার স্কেটিংয়ের ইতিহাসে ২০১১ সালের পর দ্বিতীয় নারী হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন। সে বছর টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছিলেন মিশেল কোয়ান। এবার মেদভেদেভার লক্ষ্য ২০১৮ শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে কলুষমুক্ত করার জন্য উদ্ভাসিত নৈপুণ্য দেখান। এ বিষয়ে মেদভেদেভা বলেন, ‘সোচি অলিম্পিক তো অবশ্যই দেখেছিলাম। আর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল দলীয় ইভেন্টে বিজয়ী হওয়া।
×