ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় মহাসম্মেলন ৬ এপ্রিল

প্রকাশিত: ০৬:০৫, ২ এপ্রিল ২০১৭

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় মহাসম্মেলন ৬ এপ্রিল

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ এপ্রিল বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অনুমোদনক্রমে অনুষ্ঠানে মেহমান হিসেবে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইম এবং পবিত্র মসজিদুন নববীর ইমাম ও খতীব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম সানুগ্রহ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দেয়ার লক্ষ্যে তারা ৬ সদস্যের সৌদি প্রতিনিধি দল নিয়ে আগামী ৪ এপ্রিল ঢাকায় আসবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। -বিজ্ঞপ্তি রিটায়ার্ড আর্মড ফোর্সেস চিলড্রেনস এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু স্টাফ রিপোর্টার ॥ সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের দেশ-বিদেশে অবস্থানরত সন্তানদের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সামাজিক সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস চিলড্রেনস এসোসিয়েশন (আরএএফসিএ)। শনিবার গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বাবু রহমান ও সাধারণ সম্পাদক হন মনিরুল ইসলাম মিলন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকমান হাসান ফরহাদ। উদ্যোক্তারা জানিয়েছেন, সংগঠনের উদ্দেশ্য সমূহের মধ্যে রয়েছে সামাজিক বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্য ক্যাম্প করাসহ কারিগরী শিক্ষার ব্যবস্থা। সেরা মোচোয়াল হতে... যুক্তরাষ্ট্রের ডোভার শহরে প্রতিবছরের মতো এবারও সেরা মোচোয়াল তকমা পেতে বহু লোক জড়ো হয়েছে। ১৯৪৭ সালের পহেলা এপ্রিল থেকে শহরটির হ্যান্ডলেবার ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। এখানে বহু মোচোয়ালের সমাগম ঘটে। -বিবিসি লাটিম খেলা আইএস জঙ্গীদের ভয়ে সিরিয়ার রাকা থেকে ঘরবাড়ি ছাড়ে এই শিশুর পরিবার। পরিবারটি বর্তমানে আইন ইশা গ্রামের এক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। শুক্রবার শিশুটিকে লাটিম খেলতে দেখা যায়।-এএফপি
×