ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজনীতির প্রধান চ্যালেঞ্জ দেশকে চিরদিনের জন্য জঙ্গীমুক্ত করা ॥ ইনু

প্রকাশিত: ০৬:০৪, ২ এপ্রিল ২০১৭

রাজনীতির প্রধান চ্যালেঞ্জ দেশকে চিরদিনের জন্য জঙ্গীমুক্ত করা ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য সমস্যা থাকলেও এই মুহূর্তে রাজনীতি-ধর্ম-গণতন্ত্র-উন্নয়নের জন্য হুমকি ও বিপদ হিসেবে দেখা দিয়েছে জঙ্গী সন্ত্রাস। এ অবস্থায় জঙ্গী সন্ত্রাস নির্মূল বা দমনে সরকারের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। তাই চলমান বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। সব কিছুই জঙ্গী দমন যুদ্ধের চশমা দিয়ে দেখতে হবে। এ যুদ্ধের ভেতরেই রাজনীতির দুই অঙ্ক হলো-সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার, আগুনসন্ত্রাসীদের বিচার করতে হবে; অপরটি সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দারিদ্র্য-বৈষম্য-দলবাজি-দুর্নীতি অবসানে পদক্ষেপ নিতে হবে। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে দলের জাতীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, সহসভাপতি আব্দুল হাই তালুকদার, ফজলুর রহমান বাবুল, শাহ জিকরুল আহমেদ, কাজী রিয়াজ ও আফরোজা হক রীনা। তথ্যমন্ত্রী বলেন, এবারের রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে চিরদিনের জন্য জঙ্গীমুক্ত করা। বাংলাদেশে যাতে আর কোনদিন জঙ্গী-রাজাকার সমর্থিত সরকার অথবা সামরিক সরকার আসতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা। ‘রাজনীতিতে একবার মুক্তিযোদ্ধা, একবার রাজাকার সমর্থিত সরকার’Ñ এ মিউজিক্যাল চেয়ারের খেলা স্থায়ীভাবে বন্ধ করার জন্য যথাসময়ে নির্বাচন করতে হবে, জঙ্গীসন্ত্রাস সম্পূর্ণ ধ্বংস করতে হবে। জঙ্গীসঙ্গীর প্রধান পৃষ্ঠপোষক, আগুনসন্ত্রাসী ও খুনীদের ভয়ঙ্কর সিন্ডিকেটের প্রধান, পাকিস্তানের নব্য দালাল বেগম খালেদা জিয়া, বিএনপিকে ক্ষমতা এবং রাজনীতির বাইরে রাখতে হবে এবং যথাসময়ে নির্বাচনও করতে হবে। তিনি বলেন রাজাকার, জঙ্গীর সঙ্গীদের সঙ্গে রাজনীতি ভাগবাটোয়ারার আপোসতত্ত্ব, মিটমাটতত্ত্ব বন্ধ করতে হবে। রাজাকার আর জঙ্গীবাদীরা বাংলাদেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয়; এবারই তা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে হবে। মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিই রাজনীতির মাঠে থাকবে। রাজাকার আর জঙ্গীরা কখনই যাতে ক্ষমতা আর রাজনীতির প্রতিদ্বন্দ্বী হতে না পারে সে জন্য জঙ্গীসঙ্গীর প্রধান পৃষ্ঠপোষক, আগুনসন্ত্রাসী খুনীদের ভয়ঙ্কর সিন্ডিকেটপ্রধান, পাকিস্তানের নব্য দালাল বেগম খালেদা জিয়াসহ অপরাধীদের ছাড় না দিয়ে বিচার করতে হবে। খালেদা জিয়া রাজাকার, জঙ্গী ও যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জঙ্গীবিরোধী জাতীয় ঐক্যের বাইরে সচেতন অবস্থান গ্রহণ করছেন এমন মন্তব্য করে ইনু বলেন, খালেদা জিয়ার জঙ্গীর পক্ষ নেয়াটা কোন কৌশলগত অবস্থান নয়, বরং তা নীতি-আদর্শিক অবস্থান। কারণ, খালেদা জিয়া-বিএনপি ধারাবাহিকভাবে ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনীদের পক্ষ নেয়া, রক্ষা করা, জামায়াত-রাজাকার-হেফাজত তথা তেঁতুল হুজুরের সঙ্গে ঐক্য করে পক্ষ নেয়। বর্তমানে জঙ্গীর প্রতি সমর্থন দিয়ে ন্যক্কারজনক ভূমিকায় রয়েছেন। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস অস্বীকার প্রমাণ করে খালেদা জিয়া পাকিস্তানের নব্য দালাল। জঙ্গীরা আগেই নির্মূল হতো যদি খালেদা জিয়া এদের পৃষ্ঠপোষকতা না করত। তাই জঙ্গী নির্মূলে খালেদা জিয়া এবং তার সঙ্গীদের বিচার নিশ্চিত করতে হবে।
×