ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ঘাটতি কমাতে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৬:০৩, ২ এপ্রিল ২০১৭

বাণিজ্য ঘাটতি কমাতে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধ করতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুটি নির্বাহী আদেশে সই করেছেন। তিনি এমন সময় এসব আদেশ দিলেন যখন আর মাত্র কদিন পর চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। খবর বিবিসি অনলাইনের। ট্রাম্প বলেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে তা কমানো যাবে। এর ফলে অর্ধ লাখ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এসব আদেশের একটিতে আমেরিকার বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অপর আদেশে বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে। ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন যার ফলে বিদেশী পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে আমেরিকায় বিক্রি করতে পারবে না। তীব্র দাবদাহ ॥ মহারাষ্ট্রে মৃত ৫ ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ শুরু হয়েছে। মহারাষ্ট্র রাজ্যে এরই মধ্যে হিট স্ট্রোকে পাঁচজনের মৃত্যু হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকায় রাজ্যের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। মহারাষ্ট্রের মধ্য ও উত্তরাঞ্চলীয় জেলাগুলোই দাবদাহ সবচেয়ে বেশি। খবর এনডিটিভির। মহারাষ্ট্র অঞ্চলের রাইগাদ জেলার ভিরা গ্রামে অস্বাভাবিক ৪৬ দশমিক পাঁচ ডিগ্রী তাপমাত্রার খবরে সংবাদ শিরোনাম হয়েছে। বিষয়টি যাচাই করতে ভিরায় নিজেদের একটি টিম পাঠিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। রাজ্যটির আকোলায় ৪৪ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস এবং ওয়ার্ধা, নাগপুর ও চান্দরাপুরে ৪৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
×