ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে বৈঠকে অগ্রগতির আশা

প্রকাশিত: ০৬:০৩, ২ এপ্রিল ২০১৭

সিরিয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে বৈঠকে অগ্রগতির আশা

সিরিয়ায় যুদ্ধরত বিবদমান পক্ষগুলোর মধ্যে পঞ্চম দফা শান্তি আলোচনায় সাফল্যের আশা নিয়ে শুক্রবার জাতিসংঘ সতর্ক করেছে। শান্তি আলোচনা নিয়ে বাস্তবসম্মত সমঝোতা করার জন্য আহ্বান জানিয়েছে। খবর এএফপির। জাতিসংঘের মধ্যস্ততাকারী স্টেফান ডি মিস্তুরা সাংবাদিকদের বলেন, সিরিয়ান সরকার ও বিরোধী প্রতিনিধিরা জেনেভায় গত নয় দিনের আলোচনা এখন গুরুত্বপূর্ণ ও যুক্ত বিষয়ে উপনীত হয়েছে। সকল পক্ষই আন্তরিকভাবে প্রস্তুত জেনেভায় ষষ্ঠ ধাপের আলোচনা শুরু করতে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘ প্রধান এ্যান্তোনিও গুতেরেস ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার পর পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। উভয়পক্ষ আলাদাভাবে মিস্তুরার সঙ্গে বৈঠক করে কিছু বিষয়ে মতভেদ হয়। সিরিয়া ইস্যুতে চার ধাপে আলোচনা শেষেও তাদের এ বিভেদ রয়ে যায়। তারা সরকার ব্যবস্থা, সংবিধানের খসড়া, নির্বাচন ও যুদ্ধবিধ্বস্ত দেশে সন্ত্রাসবাদ নিমূল করার বিষয়ে পৃথক আলোচনা শুরু করে। এখানে কোন যুগান্তকারী আশা করা ঠিক হবে না। উভয়পক্ষই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। গত ছয় বছরের সংঘাতে ইতোমধ্যে তিন লাখ ২০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। ইতোপূর্বে মিস্তুরা অলৌকিক কিছু ঘটার ব্যাপারে কোন আশা করতে সতর্ক করে দিয়েছেন। শুক্রবার তার কথায় সেই ধ্বনিই আবার উচ্চারিত হল। তিনি স্বীকার করে নিয়েছেন যে, আলোচনা এখনও প্রস্তুতি পর্যায়ে রয়েছে। কোন শান্তিচুক্তি নয় মিস্তুরা জানান, প্রতিটি সমঝোতায় একটি নির্দিষ্ট ইস্যু নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়। আগে তারা বাস্তবতা অনুধাবন করতে হয়। বাস্তবসম্মত শান্তি আলোচনা শুরু করতে হবে। এটা খুবই স্পষ্ট। আমরা সেখানে এখনও পৌঁছাতে পারিনি। আমি অস্বীকার করছি না যে, সেখানে গুরুতর চ্যালেঞ্জ রয়েছে। আমি সেখানে অতি শীঘ্রই শান্তি চুক্তির ব্যাপারে কোন আশা দেখতে পাচ্ছি না। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়ায় ক্রমবর্ধমান প্রভাব বজায় রাখতে হবে।
×