ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্যারাগুয়ের কংগ্রেসে ভাংচুর, আগুন ধরিয়ে দিল প্রতিবাদকারীরা

প্রকাশিত: ০৬:০২, ২ এপ্রিল ২০১৭

প্যারাগুয়ের কংগ্রেসে ভাংচুর, আগুন ধরিয়ে দিল প্রতিবাদকারীরা

প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্তেসকে ফের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেয়ার উদ্দেশ্যে সংবিধান সংশোধনে সিনেটে গোপন ভোটাভুটির পর প্যারাগুয়ের কংগ্রেস হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা। খবর এএফপির। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাজধানী অসানসিয়নে ওই ঘটনার সময় প্রতিবাদকারীরা কংগ্রেসের জানালাগুলো ভেঙ্গে ফেলছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, টায়ার জ্বালিয়ে তারা কংগ্রেস ভবনের চারপাশের বেড়া উপড়ে ফেলছে। দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে। এ ঘটনায় বেশ কয়েকজন রাজনীতিক ও সাংবাদিক আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। দাঙ্গায় অনেক পুলিশও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাদেও রোজাস। প্রেসিডেন্ট কার্তেস টুইটারে এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে এক বিশেষ অধিবেশনে সিনেট ফ্লোরকে এড়িয়ে কংগ্রেসের একটি রুদ্ধদ্বার কার্যালয়ে সিনেটের ওই ভোটাভুটি হয়। প্রস্তাবটি পাস হতে উচ্চ কক্ষের ৪৫ সদস্যের মধ্যে অন্তত ২৩ জনের সমর্থন প্রয়োজন ছিল পক্ষে ভোট পড়েছে ২৫টি। তবে সংবিধান পরিবর্তনের জন্য প্রতিনিধি পরিষদেরও অনুমোদন লাগবে। দেশটি ১৯৮৯ সালে একনায়কতন্ত্রের পতনের পর ১৯৯২ সালে প্রণয়ণ করা সংবিধানে প্রেসিডেন্টের পুনঃনির্বাচনের সুযোগ রহিত করা হয়। বিরোধী প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির নেতা সিনেটর ডেসিরি মাসি বলেছেন, ‘একটি ক্যু করা হয়েছে। আমরা প্রতিরোধ করব এবং আমাদের সঙ্গে প্রতিরোধে অংশ নেয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি।’ অপরদিকে প্রেসিডেন্ট কার্তেস বলেছেন, ‘গণতন্ত্রকে সহিংসতা দিয়ে জয় করা বা পরাজিত করা যায় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, প্রজাতন্ত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সম্ভাব্য সব কিছুই করে যাবে।’ দাঙ্গায় মোট কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। কংগ্রেস ভবনে আগুন ছড়িয়ে পড়ার সময় ভেতরে বেশকিছু লোক ছিল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কংগ্রেস ভবনের প্রথমতলায় লাগা আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা হেঁটে সেদিকে যাচ্ছেন।
×