ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোদকা বাঁচাল প্রিন্সেসের প্রাণ

প্রকাশিত: ০৫:৫৮, ২ এপ্রিল ২০১৭

ভোদকা বাঁচাল প্রিন্সেসের প্রাণ

এবার বিড়ালের প্রাণ বাঁচাল রাশিয়ার জনপ্রিয় পানীয় ভোদকা। প্রিন্সেস নামে একটি ব্রিটিশ বিড়াল ভুলক্রমে কিছু বিষাক্ত আঠালো পদার্থ খেয়ে ফেলে। এই পদার্থ প্রিন্সেসের শরীরে দ্রুত ছড়াতে থাকে। ডোরাকাটা বাদামী রঙের এই বিড়ালটি মুমূর্ষু অবস্থায় ছিল। বিড়ালটির মালিক তেরেজো কোরেয়া মারিয়া এটিকে তার বাগানের এক কোণে শুয়ে কাতরাতে দেখে পাশেই পড়ে থাকা একটি পরিত্যক্ত ভোদকার বোতলে থাকা অবশিষ্ট ভোদকা খাইয়ে দেয়। ভোদকা পেটে যাওয়ার পর কিড়ালটি সুস্থ বোধ করতে থাকে। এরপর বিড়ালটিকে ওই তিনি মধ্য লন্ডনের ভিক্টোরিয়া এলাকার প্রখ্যাত ব্লু ক্রস পশু হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক হিদার লোহ বলেন, বিড়ালটির অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ ভোদকা না খাওয়ালে বিড়ালটি মারা যেত। তিনি বলেন, ভোদকা এটির পেটে গিয়ে পেটের মধ্যে সকল বিষাক্ত পদার্থকে মেরে ফেলে। ফলে প্রাণ বাঁচে প্রিন্সেসের। বর্তমানে বিড়ালটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ইউপিআই অবলম্বনে।
×