ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজীবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রে আগুন

প্রকাশিত: ০৫:৩৩, ২ এপ্রিল ২০১৭

শাহজীবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রে আগুন

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১ এপ্রিল ॥ মাধবপুরের শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রে আগুন লেগে প্ল্যান্ট পুড়ে গেছে। শনিবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুত উৎপাদন কেন্দ্রটি এনার্জি প্রিমায় ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুত প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়। শাহজীবাজার এনার্জি প্রিমা ৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের প্লান্ট ম্যানেজার (পিএম) ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুন লাগার কারণ এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি।
×