ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ০৫:৩১, ২ এপ্রিল ২০১৭

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এক পথচারী গুরুতর আহত হয়। এদিকে বিপুল মাদকদ্রব্যসহ ৪৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানায়। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে যাত্রীবাহী দুই বাসের মাঝে চাপা পড়ে জয়দেব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরিফ নামে এক পথচারী গুরুতর আহত হয়। আহত আরিফ জানান, শুক্রবার গভীর রাতে মালিবাগ আবুল হোটেলের সামনে যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে চলছিল এবং একটি অপরটিকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় বেপরোয়া গতির ওই দুই বাসের মাঝখানে চাপা পড়ে সে ও জয়দেব। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জয়দেবকে মৃত ঘোষণা করেন। আর তাকে (আরিফ) ওয়ার্ডে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৪৩ মাদক বিক্রেতা গ্রেফতার ॥ রাজধানীতে ৪৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
×