ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেনদেনের ২৭ শতাংশ ব্যাংক খাতের

প্রকাশিত: ০৪:০১, ২ এপ্রিল ২০১৭

লেনদেনের ২৭ শতাংশ ব্যাংক খাতের

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ২৭ শতাংশ অবদান রয়েছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন ২৪৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশ অবদান রয়েছে। গত সপ্তাহে আর্থিক খাতে প্রতিদিন ১৪৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে ওষুধ-রসায়ন খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন গড়ে ১০৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে বস্ত্র ও প্রকৌশল খাতে ১১ শতাংশ করে লেনদেন হয়েছে। অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুত খাত ৬ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশ, সিমেন্ট, খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা শেয়াবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে। ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদনসাপেক্ষে এ লভ্যাংশ প্রদান করা হবে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকের দেশী-বিদেশী ডাইরেক্টর এবং ম্যানেজিং ডাইরেক্টররা উপস্থিত ছিলেন। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সালের লাভ-লোকসান ও ব্যালান্স শীট অনুমোদন করা হয়। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৩ মে। একই সঙ্গে লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×