ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানের অনুমোদন পেয়েছে পদ্মা লাইফ

প্রকাশিত: ০৪:০০, ২ এপ্রিল ২০১৭

বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানের অনুমোদন পেয়েছে পদ্মা লাইফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার অনুমোদন পেয়েছে জীবন বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। চার বছর পর কোম্পানিটিকে লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। চাইলে কোম্পানিটি অতিরিক্ত লভ্যাংশ দিতে পারবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করলেও এ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন প্রতিবেদন নিয়মমাফিক না হওয়ায় ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটির লভ্যাংশ বেসিসে অনুমোদন দেয়নি আইডিআরএ। কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে বিনিয়োগকারীদের ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় পদ্মা ইসলামী লাইফ। এর পর ২০১৩ সাল থেকে অনুমোদন না পাওয়ায় টানা তিন বছর বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তবে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ঘোষণার আগে চার বছরের লভ্যাংশ বেসিসে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আগের তিন বছরের কোন লভ্যাংশ প্রদান না করার সিদ্ধান্ত এজিএমে অনুমোদন হওয়ায় ২০১৩, ২০১৪ ও ২০১৫ হিসাব বছরের জন্য নতুন করে লভ্যাংশ দিতে পারছে না কোম্পানিটি। এক্ষেত্রে পদ্মা লাইফের পরিচালনা পর্ষদ ইচ্ছা করলে ২০১৬ সালে অতিরিক্ত লভ্যাংশ দিয়ে তা পুষিয়ে দিতে পারে বলে মন্তব্য করছে আইডিআরএ। আইডিআর-এর এক কর্মকর্তা জানান, কোম্পানিটি আর্থিক মূল্যায়ন তৈরি করতে ব্যর্থ হওয়ায় ২০১৩ সালে বীমা কর্তৃপক্ষ তাদের লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়নি। এর পর ২০১৪ ও ২০১৫ সালেও তারা বার্ষিক আর্থিক মূল্যায়ন তৈরি করতে ব্যর্থ হওয়ায় লভ্যাংশ প্রদানে অনুমতি পায়নি। তবে খুব অল্প সময়ের মধ্যে বার্ষিক আর্থিক মূল্যায়ন তৈরি করে তারা ২০১৬ সালসহ ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের লভ্যাংশ বেসিসের অনুমোদন পেয়েছে। সাপ্তাহিক লেনদেনের ৫.১৮% সিটি ব্যাংকের অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের ৫ দশমিক ১৮ শতাংশ ছিল দি সিটি ব্যাংক লিমিটেডের দখলে। এতে স্টক এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেন তালিকায় এক নম্বরে উঠে আসে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানটি। তবে এ সপ্তাহে সিটি ব্যাংকের শেয়ার দরের কোন পরিবর্তন হয়নি। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ও মুনাফা ঘোষণাকে কেন্দ্র করে দুই মাস ধরে উর্ধমুখী প্রবণতায় ছিল সিটি ব্যাংকের শেয়ার দর। দুই মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় ৩০ শতাংশ বাড়ার পাশাপাশি বেড়েছে এর শেয়ার হাতবদলের চিত্রও। ডিএসইতে সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সায় সিটি ব্যাংকের শেয়ার হাতবদল হয়। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৬৩ পয়সা।
×