ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিডি সার্ভিসের লোকসান ২৪ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ২ এপ্রিল ২০১৭

বিডি সার্ভিসের লোকসান ২৪ শতাংশ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী মালিকানাধীন বাংলাদেশ সার্ভিস লি: চলতি হিসাব বছরের প্রথম ভাগে (৬ মাসে) ১৯ কোটি ১৫ লাখ টাকা লোকসান করেছে। এর আগের সময়ের তুলনায় কোম্পানিটির লোকসান ৩ কোটি ৭৫ লাখ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির অর্ধ বার্ষিকের (জুলাই’১৬ থেকে ডিসেম্বর’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বোর্ড সভা সম্পর্কে কোম্পানিটি ডিএসইতে কোন ঘোষণা দেয়নি। এতে ডিএসইর লিস্টিং রেগুলেশন ভঙ্গ হয়েছে। জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে ১৯ কোটি ১৫ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ১.৯৬ টাকা। এর আগে একই সময়ে লোকসান ছিল ১৫ কোটি ৩৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ১.৫৭ টাকা। কোম্পানিটির লোকসান ৩ কোটি ৭৫ লাখ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির সম্পদও কমেছে। এ সময়ে শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ছিল ৯.১৭ টাকা। ৩০ জুন, ২০১৬ শেষে এনএভি ছিল ১১.১৩ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (মাইনাস) ১.৩৪ টাকা। এর আগে একই সময়ে ছিল (মাইনাস) ০.৭৭ টাকা। উল্লেখ্য, হোটেল ইন্টার কন্টিনেন্টাল দীর্ঘদিন বন্ধ থাকায় কোম্পানিটি এমন দুরবস্থা চলছে। সংস্কার কাজের জন্য হোটেলটি বন্ধ রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান আয়ের উৎস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। প্রসঙ্গত, কোম্পানিটির সর্বশেষ ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। এরপর থেকেই কোম্পানিটি লোকসানে রয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে থাকা এ কোম্পানির মাত্র ০.১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে এবং ০.১৯ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে। এর পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর দেয়া তথ্যানুযায়ী বর্তমানে কোম্পানিটির শেয়ারের মূল্য ৫.৫০ টাকা। দর কমেছে ১৪ খাতের অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৪ খাতে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৬ খাতে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এ খাতে ২ দশমিক ৮৩ শতাংশ দর কমেছে। এর পরে পাট খাতে ২ দশমিক ৮০ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১ দশমিক ১১ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৯১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৬৪ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে ১ দশমিক ১১ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ৬২ শতাংশ, জীবন বীমা খাতে ১ দশমিক ৯২ শতাংশ দর কমেছে। এছাড়া বিবিধ খাতে ২ দশমিক ৫৯ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৬০ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৭২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪৪ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৩১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১ দশমিক ৮৩ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৬ খাতে। এ খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে। এ খাতে ৪ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে।
×