ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৮:১৫, ১ এপ্রিল ২০১৭

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা

কূটনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেছে সংস্থাটি। এছাড়া শান্তিরক্ষায় জাতিসংঘের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে ব্যক্তিগত আগ্রহ ও সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে। শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ মিশনের আয়োজনে ও জাতিসংঘের পিস কিপিং অপারেশন বিভাগ ও স্ট্র্যাটিজিক ফোর্স জেনারেশন সেলের ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী ‘ইউএন পিস কিপিং র‌্যাপিড ডিপ্লোয়মেন্ট’ বিষয়ক এক কর্মশালা শুরু হয়েছে। একটি দিকনির্দেশনামূলক ডকুমেন্টস এবং ভবিষ্যতে শান্তিরক্ষী মোতায়েন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যপ্রণালী প্রস্তুত করার লক্ষ্যে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দ্রুত শান্তিরক্ষী মোতায়েনের ক্ষেত্রে যে বিশেষ চ্যালেঞ্জগুলো রয়েছে তার আলোচনা ও বিশ্লেষণ করাই এই কর্মশালার উদ্দেশ্য। কর্মশালার উদ্বোধন করেন জাতিসংঘের ফিল্ড সাপোর্ট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে। উদ্বোধনী ভাষণে অতুল খারে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেন।
×