ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচন

যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৭:৫৬, ১ এপ্রিল ২০১৭

 যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়েছে। এ কারণে ভোটে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই যারা ব্যক্তি স্বার্থে দলীয় সিদ্ধান্ত অমান্য করেছে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন ছাড় দেয়ার সুযোগ নেই। সাংগঠনিক সম্পাদককে সব তথ্য নিয়ে আসার জন্য বলা হয়েছে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্থানীয় নির্বাচনে অনেক সময় দলের মধ্যে অনেক গ্রুপিং বা ছোট-খাটো দ্বন্দ্বের কারণে নেতিবাচক কিছু প্রভাব পড়ে। যেটা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পড়েছে। দলের পদে থেকে দলকে বারবার নিজের ব্যক্তিস্বার্থ কিংবা দ্বন্দ্বের কারণে বিপদের মুখে ঠেলে দেয়া বরদাশত করা হবে না। যারা এই নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি করেছে, প্রত্যেকের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন ছাড় দেয়ার সুযোগ নেই। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
×