ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মশালায় মন্তব্য

বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও আশঙ্কাজনক

প্রকাশিত: ০৭:৩০, ১ এপ্রিল ২০১৭

 বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সূচকে বাংলাদেশের উন্নয়ন যথেষ্ট হলেও বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও আশঙ্কাজনক। ইউনিসেফের ২০১৬ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ৫২ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের ১৮তম জন্মদিনের মধ্যে। এবং ১৮ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৫তম জন্মদিনের মধ্যে। বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই বেশকিছু যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ চূড়ান্তভাবে কার্যকর হওয়ায় নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে আইনের সঠিক প্রয়োগ; বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ বিষয়ক এক কর্মশালায় উপস্থিত সদস্যরা এ বিষয়টি স্পষ্ট করেন। এ সময় উপস্থিত বক্তারা এ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি জানান। এ আইনের বিশেষ প্রেক্ষাপটে ‘সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে যে কোন অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হতে পারবে। কিন্তু আঠারোর আগে মেয়ে কিংবা ছেলেকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ (সিআরসি) ও দেশের প্রচলিত শিশু আইনে বয়স ১৮ বছরের কম হলে তাকে শিশু বলা হয়। সে ক্ষেত্রে একটি কন্যাশিশুর বিবাহ বৈধতা রাষ্ট্রীয়ভাবে আমরা কিভাবে মেনে নেব। বাল্যবিবাহ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন ‘আমরাই পারি জোটের’ কো-চেয়ার শাহীন আনাম। বিশেষ বিধান রেখে আইনটি পাস করা হলে তা শিশু অধিকার আইন ও আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক হবে। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। ‘নারীর প্রতি সহিংসতা রোধে আইনের সঠিক প্রয়োগ; বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ বিষয়ক কর্মশালায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ফরিদা ইয়াসমীন অনুষ্ঠানে একটি একটি সুপারিশমালা উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট কর্তৃক আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে আইনের সঠিক প্রয়োগ; বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ বিষয়ক কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, চাইল্ড রাইটস এ্যান্ড প্রোটেকশনের প্রধান তানিয়া নুসরাত জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অক্সফামের জেন্ডার ম্যানেজার নাজমুন নাহার, ঢাকা জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান আবুল বাশার।
×