ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাক হয়েছিল ‘অরিজিন’

প্রকাশিত: ০৬:২৬, ১ এপ্রিল ২০১৭

হ্যাক হয়েছিল ‘অরিজিন’

বিশ্বখ্যাত ভিডিও গেমস নির্মাতা ইলেক্ট্রনিক আর্টসের (ইএ) অনলাইন গেমস স্টোর ‘অরিজিন’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। সেবাটির যে ১০ মিলিয়ন গ্রাহক ছিল বলে ধারণা করা হতো, তাদের সবার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে। সাম্প্রতিক এই আক্রমণের আরেকটি ভয়ানক দিক হচ্ছে, এটি সাইটের প্রায় সমস্ত গেমসের লিঙ্ক ম্যালিসিয়াস সফটওয়্যার ফোল্ডার/সার্ভারে রিডাইরেক্ট করে দিয়েছে ফলে গেম ভেবে কেউ এতে ক্লিক করলে তিনিও হ্যাকড হতে পারেন বলে গবেষকরা সাবধান করে দিয়েছেন। অরিজিন স্টোরে যে প্রক্রিয়ায় ব্যবহারকারী এবং সার্ভারের মধ্যে সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টলের সময় লিঙ্কসমূহ আদান-প্রদান হয় সেই সিস্টেমে ইতোমধ্যেই ত্রুটি ধরা পরেছে। তবে হ্যাকাররা ঠিক কোন লুপহোল থেকে আক্রমণ করেছে সেটি এখনও পরিষ্কার নয়। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে ইএ। আইটি ডটকম ডেস্ক
×