ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রেডিট কার্ডের মাপের ইসিজি মেশিন

প্রকাশিত: ০৬:২৫, ১ এপ্রিল ২০১৭

ক্রেডিট কার্ডের মাপের ইসিজি মেশিন

দেখতে একটি ছোট বাক্সের মতো। আকারে আয়তনে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও এটাই আধুনিক ইলেকট্রো কার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন। বিশালাকার বাক্সের মতো ইসিজি মেশিনের আধুনিক ছোট সংস্করণ। সম্প্রতি ভাবা এ্যাটমিক রিসার্চ সেন্টারের একদল বিজ্ঞানী এমনই ইসিজি যন্ত্র আবিষ্কার করেছেন। ১২টি চ্যানেলযুক্ত এই ইসিজি মেশিন দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। বিজ্ঞানীদের দাবি, নয়া এই যন্ত্রের দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে। ফলে এ বার থেকে হৃদস্পন্দন মাপার জন্য ঘরে একটা মেশিন আর স্মার্টফোন থাকলেই যথেষ্ট। সূত্র : আনন্দবাজার
×