ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাদাব-চমকে লিড দ্বিগুণ করল পাকিস্তান

প্রকাশিত: ০৬:২২, ১ এপ্রিল ২০১৭

শাদাব-চমকে লিড দ্বিগুণ করল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে শাদাব খান এখন আলোচিত নাম। পিএসএলে দারুণ বোলিং করে উইন্ডিজ সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। টি২০ অভিষেকেই ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা। ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ম্যাচেও সফরকারীদের জয়ের নায়ক ১৮ বছর বয়সী এই লেগস্পিনার। যার ওপর ভর করে ৩ রানের নাটকীয় জয়ে চার ম্যাচের টি২০ সিরিজে ২-০তে এগিয়ে গেছে সরফরাজ আহমেদের দল। পোর্ট অব স্পেনে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৮ উইকেটে ১২৯-এ থামে কার্লোস ব্রেথওয়েটের উইন্ডিজ। অভিষেকে টানা দুই টি২০তে শাদাবের বোলিং ফিগার ৪-০-৭-৩ ও ৪-১-১৪-৪। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ আজ। ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে পাকিরা। টসে হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তান একদমই সুবিধা করতে পারেনি। অভিজ্ঞ শোয়েব মালিক সর্বোচ্চ ২৮, দশ নম্বরে নামা ওয়াহাব রিয়াজ করেন ২৪ রান (১০ বল, ১ চার ও ২ ছক্কা)। বাবর আজমের ২৭ উল্লেখ্য। স্পিনার সুনীল নারাইন ও ব্রেথওয়েট নিয়েছেন ৩টি করে উইকেট, স্যামুয়েল বদ্রি ২। মাঝারি পুঁজি নিয়েও অতিথিদের নাটকীয় জয় এনে দেন শাদাব। উইন্ডিজও লাড়াই করেছে। শেষ ওভারে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১৪ রান। হাসান আলির প্রথম দুই বলেই চার মারেন নারাইন। একটি ডট বলের পর একটি ওয়াইড। ৩ বলে চাই ৫ রান। পরের বলে রান নেই। পঞ্চম বলে রান আউট নারাইন। শেষ বলে প্রয়োজন সেই ৫ রানই। জেসন হোল্ডার নিতে পারেন ১ রান। তার আগে চ্যাডউইক ওয়ালটন ও মারলন স্যামুয়েলস দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ তখন জয়ের পথে। দারুণ এক গুগলিতে ওয়ালটনকে (২১) বোল্ড করে জুটি ভাঙ্গেন শাদাব। পরের ওভারে পরপর দুই বলে দুই বিপজ্জনক কাইরন পোলার্ড (৩) ও রোভম্যান পাওয়েলকে (০) ফেরান। আর স্পেলের শেষ বলে আরেকটি গুগলিতে স্যামুয়েলসকে (৩৫ বলে ৪৪) তুলে নেন। অভিষেকে টানা দুই ম্যাচে ম্যাচসেরা লেগস্পিনার শাদাব। ম্যাচে শেহজাদের সঙ্গে ক্যারিবীয় ওপেনার চ্যাডউইকের ধাক্কা এবং সঙ্গী এভিন লুইসের রানআউটও ছিল বেশ আলোচিত। স্কোর ॥ পাকিস্তান ॥ ১৩২/১০ (২০ ওভার; কামরান ০, শেহজাদ ১৪, বাবর ২৭, মালিক ২৮, ফখর ৫, সরফরাজ ১২, ইমাদ ৪, তানভির ৪, শাদাব ১৩, ওয়াহাব ২৪, হাসান ১*; বদ্রি ২/১৪, হোল্ডার ০/৩২, উইলিয়ামস ১/২৭, নারাইন ৩/২২, ব্রেথওয়েট ৩/৩৭)। ওয়েস্ট ইন্ডিজ ॥ ১২৯/৮ (২০ ওভার; লুইস ৩, ওয়ালটন ২১, সামুয়েলস ৪৪, সিমন্স ১, পোলার্ড ৩, পাওয়েল ০, ব্রেথওয়েট ১৫, হোল্ডার ২৬*, নারাইন ৯, বদ্রি ০*; ইমাদ ০/২৮, তানভির ০/২৯, হাসান ১/৩৫, ওয়াহাব ১/২৩, শাদাব ৪/১৪)। ফল ॥ পাকিস্তান ৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ শাদাব খান (পাকিস্তান)। সিরিজ ॥ চার ম্যাচ টি২০ পাকিস্তান ২-০তে এগিয়ে।
×