ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাইনালে ওজনিয়াকি-কন্টার লড়াই

প্রকাশিত: ০৬:২২, ১ এপ্রিল ২০১৭

ফাইনালে ওজনিয়াকি-কন্টার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ থেমে গেল ভেনাস উইলিয়ামস এবং ক্যারোলিনা পিসকোভার লড়াই। তাদের হারিয়ে মিয়ামি ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন জোহানা কন্টা এবং ক্যারোলিন ওজনিয়াকি। শুক্রবার সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের দশম বাছাই কন্টা ৬-৪ এবং ৭-৫ সেটে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে। দিনের অন্য সেমিফাইনালে ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি ৫-৭, ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। ছত্রিশ বছর বয়স ভেনাস উইলিয়ামসের। কিন্তু বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টেনিস কোর্টে নিয়মিতই লড়াই করে যাচ্ছেন তিনি। মিয়ামি ওপেনে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন আমেরিকান টেনিসের এই কিংবদন্তি। ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টে ১৯৯৮-৯৯ সালে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন তিনি। সর্বশেষ ২০০১ সালে জিতেন তৃতীয়টি। দীর্ঘ ১৬ বছর পর আবারও মিয়ামি ওপেনের শিরোপা জয়ের হাতছানি ছিল ভেনাস উইলিয়ামসের সামনে। কিন্তু দুর্ভাগ্য তার। শুক্রবার জোহানা কন্টার কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হলো তাকে। আর আমেরিকান তারকাকে হারিয়ে ব্রিটেনের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে মিয়ামি ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন জোহানা কন্টা। তাতে দারুণ সন্তুষ্ট টুর্নামেন্টের দশম বাছাই। এ বিষয়ে ম্যাচের শেষে কন্টা বলেন, ‘তারচেয়ে আমি ভাল কিছু সুযোগ পেয়েছি এবং পারফর্মেন্সের বিচারেও ভাল খেলেই ম্যাচটা জিতেছি। এতে আমি খুবই আনন্দিত। ভেনাসের বিপক্ষে আমি যতবারই মুখোমুখি হয়েছি সবসময়ই চেয়েছি নিজের সেরাটা ঢেলে দিয়েই লড়াই করতে। এবারও তার ব্যতিক্রম ছিল না। এ বছরের শুরু থেকেই সে অনেক উঁচু পর্যায়ের টেনিস খেলছে এবং শারীরিকভাবে সে খুবই ফিট। তাই তার বিপক্ষে ম্যাচের আগে থেকেই আমার ধারণা ছিল যে শেষ পর্যন্তই লড়াই করবে সে।’ চলতি বছরের শুরু থেকে কন্টা ফর্মের তুঙ্গে। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া ব্রিটেনের এই টেনিস তারকার সামনে এখন বছরের দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। সেক্ষেত্রে মিয়ামির ফাইনালে আজ তার সামনে বড় বাধা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। শেষ চারে যিনি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে পরাজিত করে ফাইনালের টিকেট কাটেন। পিসকোভাকে হারিয়ে মধুর প্রতিশোধও নিয়ে নিলেন ওজনিয়াকি। কেননা গত মাসে যে কাতার ওপেনের ফাইনালে ড্যানিশ টেনিস তারকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন চেক তারকা।
×