ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা নিয়ে ফিফা সভাপতির সঙ্গে কথা বলবেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর, পাঁচবারের ফিফা সেরা তারকার প্রশংসায় ফেব্রিগাস

দুঃসময়ে মেসির পাশে কিংবদন্তি ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:২২, ১ এপ্রিল ২০১৭

দুঃসময়ে মেসির পাশে কিংবদন্তি ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসিকে সবাই সাদা মনের মানুষ হিসেবেই জানেন। নিপাট ভদ্রলোক যাকে বলে। কিন্তু গত কয়েক বছর এর উল্টো চিত্রও দেখা যাচ্ছে। ক্লাব ফুটবলে একবার প্রতিপক্ষ খেলোয়াড়কে গলা ধাক্কা দিয়ে সমালোচিত হয়েছিলেন বার্সিলোনা তারকা। এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে রেফারিকে গালি দিয়ে সমালোচনায় পাঁচবারের ফিফা সেরা তারকা। যে কারণে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলস্বরূপ আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। এ সময় মেসির পাশে এসে দাঁড়িয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জীবন্ত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মানতেই পারছেন না, মেসি এমন কাজ করতে পারেন। যে কারণে তিনি এটির জবাব ও বিচার চাইতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর দারস্থ হবেন বলে জানিয়েছেন। শুক্রবার এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, আমি ইনফান্টিনোর সঙ্গে কথা বলব। আমি মনে করি এটা ভয়ঙ্কর। অবশ্য মেসির কথাগুলোর তীব্রতা অনেক বেশি। এরপরও আমি মনে করি, নিষেধাজ্ঞা পরিবর্তন করা যেতে পারে। তিনি আরও বলেন, এটা আমাকে বিস্মিত করেছে। ও তো কারও বিরুদ্ধে কোন অভিযোগও করে না। ও এটা করতে পারে কিনা তা বুঝতে হলে আপনাকে ওর সঙ্গে ড্রেসিংরুম আর অনুশীলনে থাকতে হবে। তবে শেষ পর্যন্ত মেসি তো মানুষই। আর ভুল মানুষ করেই ফেলতে পারে। তাই বলে এত কঠিন শাস্তি। চার ম্যাচের নিষেধাজ্ঞা দিতে হবে। এটা মেনে নিতে পারছেন না ম্যারাডোনা। বলেন, গালিটা খুব কটু হলেও নিষেধাজ্ঞা কমানো যেতে পারে বলে আমি মনে করি। চার ম্যাচ নিষেধাজ্ঞাটা বাড়াবাড়িই। বাছাইপর্বে মেসি ছিল না আর্জেন্টিনা এমন সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ২২। দক্ষিণ আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি ২০১৮ বিশ্বকাপ খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশেয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে। মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে জয়ের পথ খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন সাবেক এই কোচ। এক্ষেত্রে ২০১৬ সালে পর্তুগালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের প্রসঙ্গটিও টেনে আনেন তিনি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চোট পেয়ে মাঠ ছাড়েন। কিন্তু সি আর সেভেনকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এই বিষয়টিই বড় করে দেখছেন ম্যারাডোনা। বলেন, মেসির অনুপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেসিসহ আর্জেন্টিনা এক জিনিস এবং মেসি ছাড়া সম্পূর্ণ অন্য জিনিস। আপনি যদি রোনাল্ডোকে পর্তুগাল থেকে বের করে নেন, তারা জয়ী দলই থাকবে। বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও এটা একই রকম। এদিকে নিদারুণ দুঃসময়ে মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন চেস ফেব্রিগাস। স্প্যানিশ এই তারকা খুব কাছে থেকে দেখেছেন মেসিকে। দু’জনেই এক সাথে বেড়ে উঠেছেন বার্সিলোনার খেলোয়াড় গড়ার একাডেমি লা মাসিয়ায়। দু’জনের ভীষণ রকমের বন্ধুত্ব। এক পর্যায়ে আর্সেনাল ছেড়ে বার্সিলোনায় পাড়ি জমিয়েছিলেন সেরা ফর্মে থাকা ফেব্রিগাস। পরে চেলসিতে চলে গেলেও ছেদ পড়েনি বন্ধুত্বে। কাছে থেকে দেখার সেই স্মৃতি টেনেই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন বন্ধু ফেব্রিগাস। মেসির নিষেধাজ্ঞার বিষয়টি ভালভাবেই নাড়া দিয়েছে তাকে। অবশ্য ফেব্রিগাস মেসির শাস্তি নিয়ে সরাসরি কিছু বলেননি। তারচেয়ে তিনি মেসির চিরায়ত সরল-সোজা চরিত্রটাই মনে করিয়ে দিয়েছেন সবাইকে। এ প্রসঙ্গে ফেব্রিগাস বলেন, মেসি যেভাবে সবার সাথে আচরণ করে, স্ত্রী-ছেলেদের সাথে থাকে, তা খুবই সাধারণ। আপনি বছরে বছরে অনেক শিরোপা জিততে পারেন, কিন্তু তাতে কোনভাবেই মেসির মতো সাধারণ থাকতে পারবেন না।
×