ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জেতা সম্ভব ॥ মাশরাফি

প্রকাশিত: ০৬:২১, ১ এপ্রিল ২০১৭

সিরিজ জেতা সম্ভব ॥ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি জিততেই আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দলকে দেখার মিলছে। যে দলটি শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতেও হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন তৃতীয় ওয়ানডেটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। হারলে ক্ষতি নেই। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ ড্র হবে। কিন্তু জিতলে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারানোর স্বাদ মিলবে। সেই ম্যাচটি আজ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (এসএসসি) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। এ ম্যাচটিতে জিতে সিরিজ জিততেই নামবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই এমনটি জানিয়েছেন। ওয়ানডে সিরিজের শেষ অনুশীলনটি শুক্রবার করে নেন বাংলাদেশ ক্রিকেটাররা। নিজেদের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য প্রস্তুত করে নেন। মাশরাফি সংবাদ সম্মেলনে আসেন। সাংবাদিকদের সিরিজ জয়ের আশাবাদের কথা জানান। বলেন, ‘শুনলাম সিংহলিজে অনেক রান হয়। এখানে গড় রান ২৮০-২৯০। আমরা সবাই আত্মবিশ্বাসী। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব।’ মাশরাফি আগেই বলেছিলেন, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জেতা সম্ভব। আমাদের যে দল সববিভাগে ভাল করতে পারলে সিরিজ জেতা অবশ্যই সম্ভব। টেস্টের চেয়ে ওয়ানডেতে অবশ্যই প্রত্যাশা বেশি। আমাদের মতো সমর্থকদেরও তাই। প্রত্যাশা তো অবশ্যই আছে। তারজন্য ভাল খেলতে হবে। টেস্টেও আমরা শুরু থেকে ভাল খেলেছি, ফলাফল ভাল হয়েছে।’ ওয়ানডেতেও বাংলাদেশ দলের শুরুটা দুর্দান্ত হয়েছে। তাহলে তো শেষটাও ভালই হওয়ার আশা করা যায়। সিংহলিজ স্পোর্টস ক্লাবে এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটিতেই হেরেছে। তবে প্রাপ্তি আছে সেখানেও। ২০০১ সালে এই মাঠেই অভিষেকে সবচেয়ে কম বয়সে টেস্টে শতকের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলা চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে সবমিলিয়ে এই মাঠে ১০ ওয়ানডেতে খেলে একটিতে জয়ের হাসিতে মাঠ ছেড়েছে তারা। ২০০৪ সালে হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ২০০৫ সালে এসএসসিতে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রায় ১২ বছর পর আবার বাংলাদেশ এই স্টেডিয়ামে খেলতে নামছে। ২০১১ সালের পর থেকেই অবশ্য এ স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ম্যাচই হয়নি। তাই উইকেট নিয়ে দুই দলের মধ্যেই আছে চিন্তা। উইকেট বৃহস্পতিবার পর্যন্তও ছিল অপ্রস্তুত। এমনটিই জানান বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। বলেন, ‘উইকেট এখনও অপ্রস্তুত। এখনও ঠিক মতো যেহেতু প্রস্তুত হয়নি, দুইদিন সময়ও আছে, যে কোন ধরনের উইকেট হতে পারে। আগামী দুইদিনে অনেক পরিবর্তন হতে পারে।’ উইকেট যে রকমই হোক। সিরিজ জেতাতেই মনোযোগী হাতুরাসিংহে। অন্য কোন ভাবনাই তার মাথাতেই নেই। সিরিজ জয় নিয়ে বলেছেন, ‘আমি র‌্যাঙ্কিংয়ের হিসেব আর রেটিং পয়েন্ট নিয়ে কিছুই আপাতত ভাবছি না। এসব থেকে দূরে থাকতে চাইছি। আমার ভাবনায় শুধুই শেষ ম্যাচটিতে (শ্রীলঙ্কার বিপক্ষে) জয়। দলের ভাবনায় এখন শুধুই জয়। তাই ম্যাচ জিততে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে।’ হাতুরাসিংহে আরও বলেন, ‘আমরা খুব আত্মবিশ্বাসী। আশাকরি প্রক্রিয়াগুলো ঠিকঠাক রাখতে পারলে ম্যাচ জেতা কঠিন হবে না। ঘরের মাঠে শ্রীলঙ্কা সবসময় শক্তিশালী দল। তবে আমাদের বিপক্ষে জিততে গেলে ওদের ভাল খেলতে হবে। সেই সঙ্গে আমাদেরও সেরা ক্রিকেট খেলে জিততে হবে। ডাম্বুলাতে আমাদের ব্যাটিং বিভাগের সেরা একটি পারফর্মেন্স ছিল। আমি চাই সবসময় দলের শীর্ষ সাত ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলবে।’ দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে ম্যাচ জেতা অসম্ভব নয়। আর ম্যাচ জেতা মানে সিরিজ জেতাও। সেই সিরিজ জিততেই আজ নামবে বাংলাদেশ।
×