ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২০, ১ এপ্রিল ২০১৭

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি সুযোগ সিরিজ জয়ের। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে নেমেছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে এখনও সিরিজে এগিয়েই আছে বাংলাদেশ দল। আজ তৃতীয় ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পাবেন মাশরাফিরা। অপরদিকে সিরিজ বাঁচানোর আরেকটি লড়াই লঙ্কানদের। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ব্যাটিং করেছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টি লড়তে দেয়নি তাদের। এ কারণে আবারও সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ উপুল থারাঙ্গাদের। মাত্র তিনটি টেস্ট খেলুড়ে দল বাকি। সবগুলো দলের বিরুদ্ধেই ম্যাচ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তবে সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে। বাকি ৬টি টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজ জয়ের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে টাইগাররা। কারণ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই ৯০ রানের বড় ব্যবধানে স্বাগতিক লঙ্কানদের বিধ্বস্ত করেছে মাশরাফিরা। সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা মানেই সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া। সেই অবস্থান এখনও অটুট আছে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায়। বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে ম্যাচের ভাগ্য কোনদিকে যেত সেই সম্ভাবনার কথাও বলা যাচ্ছে না। কারণ বর্তমান সময়ে বাংলাদেশ দল দারুণ উজ্জীবিত। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল ঐতিহাসিক শততম টেস্ট, সেই ম্যাচে জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট বিজয়, সেটাও আবার লঙ্কানদের মাটিতেই। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয়। অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা ৩১১ রান তুলেছিল। ডাম্বুলার উইকেটে এত বেশি রান তাড়া করে পূর্বে কোন প্রতিপক্ষই জিততে পারেনি। স্বাভাবিকভাবেই ভাল একটি সংগ্রহ গড়ে জয়ের প্রত্যাশায় ছিল স্বাগতিকরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হতে দেয়নি বৃষ্টি। সে কারণে আজ আরেকবার একই লড়াইয়ের চাপে পড়েছে তারা। কারণ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। আজ জিততেই হবে তাদের। দ্বিতীয় ওয়ানডেতে তিনটি পরিবর্তন এনেছিল তারা দলে। সেটা কার্যকর হয়েছিল। একই স্কোয়াড নিয়েই আজ নামবে তারা। অবশ্য কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের যে কন্ডিশন, সেই বিবেচনায় পরিবর্তনও আসার সম্ভাবনা আছে একাদশে। গত ৬ বছর এই ভেন্যুতে কোন ওয়ানডে আয়োজিত হয়নি। প্রচুর পরিমাণে ঘরোয়া আসরে ৫০ ওভারের ম্যাচ হয়েছে। সেই ম্যাচগুলোর পরিসংখ্যান বলছে, প্রথম ব্যাট করা দলটির গড় সংগ্রহ মাত্র ১৪৬। শনিবার ম্যাচ অথচ বৃহস্পতিবার পর্যন্ত উইকেট তৈরির কাজ চলছিল এখানে। এটা বেশ বড় আশ্চর্যের কারণ হয়েছে উভয় দলের জন্য। উইকেট পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত পরিস্থিতিটা ভালভাবে বুঝে ওঠাও কঠিন। তবে ঘরোয়া আসরের ম্যাচগুলো মাথায় রাখলে ব্যাটসম্যানদের জন্য কঠিন অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে এখানে। কলম্বোর আবহাওয়া পরিস্থিতিও মাথায় রাখতে হবে। আজ দুপুরের পর বৃষ্টির যথেষ্ট সম্ভাবনাও আছে। তাই পরে ব্যাট করতে নামা দলের জন্যও বেকায়দায় পড়ার সম্ভাবনা আছে। সর্বশেষ ২০০৫ সালে এ ভেন্যুতে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। সহজেই সফরকারীদের হারিয়েছিল লঙ্কানরা। আর সর্বশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল এ মাঠে ২০১১ বিশ্বকাপে। এবারের সিরিজে সবচেয়ে আলোচিত বিষয় ছিল র‌্যাঙ্কিং। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে আসতো বাংলাদেশ। কিন্তু বৃষ্টি সেই সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। এবার সিরিজের ফলাফল শেষ পর্যন্ত যাই হোক র‌্যাঙ্কিংয়ে কোন নড়চড় হবে না শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিধর দলে পরিণত হয়েছে বাংলাদেশ। এর প্রমাণ ২০১৫ বিশ্বকাপের পর থেকে বেশ ভালভাবেই দিয়েছে। ঘরের মাটিতে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটি সিরিজ জিতেছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। এরও আগে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় হয়নি। গত বছর অক্টোবর-নবেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে টানা ৬ সিরিজ পর প্রথমবার হারের স্বাদ নেয় মাশরাফির দল। ২-১ ব্যবধানে হেরে যায় সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফরে ডিসেম্বরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। তবে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরেছে টানা ৪ ওয়ানডে হারের পর। কিন্তু শ্রীলঙ্কা টানা ৫ ম্যাচ হার দেখেছে। সর্বশেষ হোম সিরিজে অস্ট্রেলিয়ার কাছেও নাস্তানাবুদ হয়েছে ৪-১ ব্যবধানে। বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য শ্রীলঙ্কার রেকর্ড বরাবরই ভাল। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ৫টি সিরিজই জিতেছে শ্রীলঙ্কা এবং একটি সিরিজ হয়েছে ড্র। ড্র সিরিজটি সর্বশেষবার শ্রীলঙ্কা সফরে ২০১৩ সালে হয়েছিল। তবে ওই সিরিজের পরই বাংলাদেশ সফরে ২০১৪ সালের জানুয়ারিতে এসে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। কিন্তু এবারই মোক্ষম সুযোগ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার। তাহলে ৭টি টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ নেবে বাংলাদেশ দল। এজন্য আজ সবার দৃষ্টি কলম্বোর দিকে নিবদ্ধ থাকবে।
×