ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈশাখে ডাঃ আব্দুল মান্নানের ‘না বলো না আমাকে’

প্রকাশিত: ০৬:১৫, ১ এপ্রিল ২০১৭

বৈশাখে ডাঃ আব্দুল মান্নানের ‘না বলো না আমাকে’

স্টাফ রিপোর্টার ॥ স্বস্তিকা রেকর্ডিং সেন্টারের ব্যানারে পহেলা বৈশাখে বাজারে আসবে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী অধ্যাপক ডাঃ মেজর আব্দুল মান্নানের প্রথম একক এ্যালবাম ‘না বলো না আমাকে’। এ্যালবামে গান থাকছে দশটি। সব কটি গান রচনা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানগুলোর সঙ্গীতায়োজন করছেন সময়ের অন্যতম সঙ্গীত পরিচালক লিটন দাশ। এ্যালবামের ‘মনে করো আমি নেই’, ‘না বলোনা আমাকে’, ‘যতই দুঃখ দাও’ গানগুলো নিয়ে বেশ আশাবাদী শিল্পী । এ্যালবামটি তিনি আমিনা মান্নান মিলিকে উৎসর্গ করেছেন। গানের প্রতি ছোট বেলা থেকেই তিনি বিশেষ অনুরাগী ছিলেন অধ্যাপক মেজর আব্দুল মান্নান। বর্তমানে তিনি পেশায় একজন ডাক্তার। একজন আর্থোপেডিক ও ট্রমা সার্জন তিনি। ভোলা জেলার মির্জাকালুর এক সম্ভ্রান্ত মুসলিম প-িত পরিবারে ১৯৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেন।
×