ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক লোকজ সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৬:১৪, ১ এপ্রিল ২০১৭

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক  লোকজ সঙ্গীতসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও লোকজ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। গুরুদয়াল সরকারী কলেজ চত্বর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ। এ ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক গণতান্ত্রিক অসম্প্রদায়িক প্রগতিশীল ও কল্যাণকামী সমাজ গঠন বিষয়ক ওপর বক্তব্য রাখেন অধ্যক্ষ আফাজ উদ্দিন দিপু, সহকারী অধ্যাপক ফরিদ আহম্মেদ, এ্যাডভোকেট সোহেল রানা, সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান রবিন, এ্যাডভোকেট সুকান্ত সাহা খোকা প্রমুখ। পরে সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মকবোধক গান পরিবেশন করেন বাউলশিল্পী আব্দুস সাত্তার, আবু বকর সিদ্দিক, স্বর্ণা রানী বর্মণ প্রমুখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে আসা নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
×