ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নুরুল ইসলাম জাহিদের প্রয়াণ দিবস আজ

প্রকাশিত: ০৬:১৪, ১ এপ্রিল ২০১৭

নুরুল ইসলাম জাহিদের প্রয়াণ দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ ভাওয়াইয়া গানের কিংবদন্তি শিল্পী নুরুল ইসলাম জাহিদের দ্বিতীয় প্রয়াণ দিবস আজ। দীর্ঘ প্রায় চার বছর এমএনডি (মোটর নিউরো ডিজেজ) রোগে ভুগে ২০১৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণবার্ষিকীতে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ‘ভাওয়াইয়া’ গানের দল। সংগঠনটির কর্ণধার ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা জানান, মিরপুরের পল্লবীতে কলতান সাংস্কৃতিক একাডেমির নুরুল ইসলাম জাহিদ মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে শুধুমাত্র নুরুল ইসলাম জাহিদের লেখা ও সুরারোপিত গান নিয়ে ‘ও সে ভুলেই বুঝি গেছে আমায়’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আজ কুড়িগ্রাম হাসপাতাল রোডের মরহুমের নিজ বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভাওয়াইয়ার এ কিংবদন্তি সাড়ে তিন হাজারেরও অধিক গানের গীতিকার, সুরকার ও শিল্পী। তিনি ছিলেন গানের দল ‘ভাওয়াইয়া’র উপদেষ্টা। তিনি বহুমাত্রিক সঙ্গীত শিল্পী। ভাওয়াইয়া ছাড়াও লিখেছেন পল্লীগীতি, ভাটিয়ালী, মারফতী, মুর্শিদী, দেশের গান, আধুনিক গান, মুক্তিযুদ্ধ, বিজয়, স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুকে নিয়ে গান প্রভৃতি। বেতার-টিভি উভয় মাধ্যমেই তিনি নিজেকে এক নতুন ধরনের ভাওয়াইয়া রচয়িতা, সুরকার ও শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। মুক্তিযুদ্ধেও ছিলো তার সক্রিয় অংশগ্রহণ। ঐতিহ্য ও লোকসঙ্গীত বিষয়ে তার লেখাও কম নয়। তিনি আব্বাস উদ্দিন পদক-কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমি সম্মাননা-রংপুর, গীদালের আকড়া সংবর্ধনা. ‘ভাওয়াইয়া’ গানের দল কর্তৃক ‘কিংবদন্তি’ গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সম্মাননাসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
×