ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেডিক্যাল ছাত্রী রাউদার ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৩, ১ এপ্রিল ২০১৭

মেডিক্যাল ছাত্রী  রাউদার  ময়নাতদন্ত  সম্পন্ন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়তে আসা মালদ্বীপের ‘নীল নয়না’ মডেলকন্যা রাউদা আতিফের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিন সদস্যের বোর্ড গঠন করে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার তানভির হায়দার চৌধুরী। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মালদ্বীপের রাষ্ট্রদূত আইশা শান শাকির ও রাউদার বাবা মোহাম্মাদ আতিফ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে রাউদার লাশের ময়নাতদন্তের অনুমতি দেন। তিনি বলেন, লাশ উদ্ধারের পর মালদ্বীপের দূতাবাসে জানানো হয়। পরে তাদের প্রতিনিধি দল না আসা পর্যন্ত লাশের ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপের রাষ্ট্রদূতসহ দূতাবাসের প্রতিনিধি দল ও রাতে রাউদার বাবা, মা ও ভাই রাজশাহী পৌঁছান বলে জানান তিনি। এদিকে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মুনসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের ময়নাতদন্তের বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেনÑ ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এমদাদুল হক ও একই বিভাগের বর্তমান সহকারী অধ্যাপক এনামুল হক। তারা তিনজনে উপস্থিত থেকে রাউদার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। রাউদার লাশ মেডিক্যালেই রাখা হয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। মহানগর পুলিশের উপ-কমিশনার আরও বলেন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মালদ্বীপের রাষ্ট্রদূত আইশা শান শাকির ও পরিবারের সদস্যরা ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের রাউদার কক্ষ পরিদর্শন করেন। পরে তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ফাঁস দেয়ার দাগ রয়েছে। এতেই তার মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার শরীরে কোন পয়জন গেছে কি-না সেটি নিশ্চিত হতে লাশের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মডেল তারকা ও মেডিক্যাল ছাত্রী রাউদা আতিফের মৃত্যুর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আজিজ রিয়াদ জানান, কলেজের উপাধ্যক্ষ ডাঃ আব্দুল মুকিত সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
×