ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন তরুণী স্বামীর খোঁজে বাউফলে!

প্রকাশিত: ০৫:৫৩, ১ এপ্রিল ২০১৭

মার্কিন তরুণী  স্বামীর খোঁজে  বাউফলে!

কামরুজ্জামান বাচ্চু, বাউফল থেকে ॥ স্বামীর খোঁজে পটুয়াখালীর বাউফলে এসেছেন সানজিদা চৌধুরী (২০) নামে এক আমেরিকান বাঙালী তরুণী। তার বাবা মোতালেব চৌধুরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলে জানা গেছে। ওই তরুণী বর্তমানে বাউফলের দাশপাড়া ইউনিয়নের মেম্বার হানিফ সরদারের বাড়িতে অবস্থান করছেন। ওই তরুণী জানান, তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। সেখানে ২৭২৭ এ্যানড্রু এভিনিউ, এএফটি- লর্ডারএডেল, জিপ কোড নম্বর ৩৩৩৫৫৫, এ্যাপার্টমেন্ট নম্বর ২২৪, ফ্লোরিডায় থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড স্কুল এ্যান্ড ইউনিভার্সিটি থেকে ‘ও’ এবং ‘ইলেভেন’ পাস করেছেন। ঢাকার বারিধারায় নিউ ডিওএসএইচ’র ৪ নম্বর সড়কের ২৯৩ নম্বর বাড়িটি তাদের। এছাড়া চট্টগ্রামেও তার তিনটি বাড়ি রয়েছে। ২০০৫ সালে তার মা মারা যান। তরুণী ২০১৬ সালের ২৬ অক্টোবর ঢাকায় আসেন। তার বাবা মোতালেব চৌধুরী ৭ মাস আগে ভোলা জেলায় ফরিদা বেগম নামের এক মহিলাকে বিয়ে করার পর থেকে তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে তরুণীটি ঢাকার একটি ব্যস্ততম সড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে নজরুল ইসলাম (৩২) নামের এক সিএনজিচালক এসে তাকে উদ্ধার করেন। এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই তরুণী তাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালতের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিননামায় নজরুলের পিতার নাম আলী হোসেন মাতব্বর, পূর্ব আলী পুরা, দশমিনা লেখা রয়েছে। কিন্তু নজরুল বাউফলের কালাইয়া থাকেন বলে তাকে জানিয়েছেন। ওই তরুণী আরও জানান, গত ২৮ মার্চ সকালে নজরুল ২০ লাখ টাকা, একটি আই ফোন সিক্স প্লাস, তার পাসপোর্ট ও এসএস কার্ড (নম্বর: ৫৬১৯২৯৯৮৬৪৫৩২১) নিয়ে পালিয়ে আসে। রাত পর্যন্ত নজরুল ঘরে না ফেরায় তিনি ২৯ মার্চ রাতে ঢাকা থেকে সড়ক পথে বাউফলে রওনা হন। ৩০ মার্চ সকালে তিনি বাউফলে পৌঁছে থানায় এসে যোগাযোগ করলেও তাকে সহযোগিতা করা হয়নি। তরুণী বলেন, তাদের দেশের একজন শিশুও যদি সহযোগিতা চেয়ে হটলাইনে ফোন করেন, সঙ্গে সঙ্গে তার বাড়ির সামনে পুলিশ এসে হাজির হয়। আর বাংলাদেশের পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া গেল না। তরুণীটি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী। স্বামীর সন্ধানে এখানে সেখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি দাশপাড়া ইউনিয়নের মেম্বার হানিফ সরদারের বাড়িতে অবস্থান করছেন। মেম্বার হানিফ ওই তরুণীকে নানাভাবে সহযোগিতা করছেন। তিনি ওই মেম্বারের বাড়ি থেকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ০২-৫৫৬৯২০০০ নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করছেন। তরুণী ইংরেজীতে কথা বলতে অভ্যস্ত হলেও ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বলতে পারেন। এলাকার উৎসুক লোকজন তাকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী তার চাচা বলে জানিয়েছেন ওই তরুণী। তার বাবা মোতালেব চৌধুরী মেয়ের দুরবস্থার কথা জেনে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেন। সেখান থেকে তিনি বাউফলের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। বাউফল থানার ওসি আযম খান ফারুকী জানান, আমেরিকান ওই তরুণীর দেয়া ঠিকানা দশমিনা উপজেলায় হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছিল। কিন্তু তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই থানার পুলিশ তাকে বাউফলের দাশপাড়া গ্রামের হানিফ মেম্বারের জিম্মায় দিয়েছে। এদিকে সানজিদার দেয়া ঠিকানা মোতাবেক নজরুলের স্থায়ী ঠিকানা পুলিশ খুঁজে পেলেও তার ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
×