ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনা থেকে ৬ লাশ উদ্ধার ধলেশ্বরীতে নৌকা ডুবে একজনের প্রাণহানি

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৭

মেঘনা থেকে ৬ লাশ উদ্ধার ধলেশ্বরীতে নৌকা ডুবে একজনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে জাবেদ হোসেন বাবু (৩০) নামে একজনের প্রাণহানি ও শাকিল হোসেন (২৭) নামে অপর একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। শাকিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাবেদ হোসেন বাবু ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা। মুক্তাপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মোঃ মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে মিরকাদিমে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে একটি ছোট ডিঙ্গি নৌকায় করে ৪/৫ বন্ধু মিলে গোসল করতে যায় জাবেদ। এ সময় নৌকাটি বাতাসে কাত হয়ে ডুবে যায়। জাবেদ সাঁতার জানত না। সে ডুবে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও লাভ হয়নি। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা তল্লাশি চালিয়ে জাবেদের লাশ উদ্ধার করে। এ সময় শাকিল আহত হয়। অন্যরা সাঁতরে তীরে ওঠে। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জে মেঘনা নদীর মোহনায় উত্তর মতলবগামী একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও ৬ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ এ। বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরকিশোরগঞ্জ এলাকা থেকে ৬ নারীর লাশ উদ্ধার করে। তবে নদীতে ঢেউ ও স্রোতের কারণে উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এ ঘটনায় এখনও আরও ৮ যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করেছে।
×