ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়, না ড্র- নির্ধারণ আজ

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৭

সিরিজ জয়, না ড্র- নির্ধারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬টি সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৫ বারই সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তবে সর্বশেষ ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার মাশরাফি বিন মর্তুজার দলের দারুণ সুযোগ সিরিজ জিতে নেয়ার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডে ৯০ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে প- হওয়ায় আজ শ্রীলঙ্কার জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তারা জিতলে সিরিজ ড্র হয়ে যাবে। তবে সফরকারী বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আত্মবিশ্বাসী আজ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার জন্য। সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত ৬ বছর কোন ওয়ানডে অনুষ্ঠিত হয়নি। ২০১১ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে হয়েছিল এ মাঠে। আর ২০০৫ সালে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল এ সিংহলিজ স্পোর্টস ক্লাবে। স্বাগতিকদের বিরুদ্ধে ৪ ওয়ানডে এ মাঠে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এই দীর্ঘ বিরতির মধ্যে ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচগুলো নিয়মিত হয়েছে। সেই ম্যাচগুলোয় আগে ব্যাট করা দলের গড় রান ১৪৬। তাই লো-স্কোরিং ম্যাচ হতে পারে আজ। অবশ্য বৃহস্পতিবার পর্যন্ত আজকের ম্যাচের জন্য উইকেট প্রস্তুতির কাজ শেষই হয়নি। এ কারণে উইকেট পরিস্থিতি কেমন হবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবশ্য ২০১১ পর্যন্ত হওয়া আন্তর্জাতিক ম্যাচে গড় দলীয় ইনিংস ২৮০-৯০। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বললেন, ‘শুনলাম সিংহলিজে অনেক রান হয়। এখানে গড় রান ২৮০-২৯০। আমরা সবাই আত্মবিশ্বাসী। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব।’ ২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ১-১ ড্র হয়েছিল ওয়ানডে সিরিজ। সেবার শ্রীলঙ্কা প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে প- হয়েছিল। শেষ ম্যাচে বাংলাদেশ জিতে যায়। এবার ঘটনা উল্টো, তবে বাংলাদেশের সুযোগ সিরিজ জয়ের। আর শ্রীলঙ্কার সুযোগ আছে সিরিজ ড্রয়ের। এবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে মোক্ষম সুযোগটা উন্মোচিত বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের। কারণ প্রথম ওয়ানডেতেই ৯০ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। কারণ দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নটা সত্যি হওয়ার জন্য তাই অপেক্ষা বেড়েছে। তবে এখনও এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ দলই। আর সিরিজ বাঁচানোর লড়াই লঙ্কানদের। এ সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে শ্রীলঙ্কার ৬ নম্বর অবস্থান দখলের সুযোগ ছিল বাংলাদেশের। ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় এখন আর সে সুযোগটাও নাই। সিরিজের ফলাফল যাই হোক শ্রীলঙ্কা ৬ আর বাংলাদেশ ৭ নম্বরে থাকবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সবমিলিয়ে ১০ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটিমাত্র জয় আছে। ২০০৪ সালে হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ২০০৫ সালে এখানে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রায় ১২ বছর পর আবার বাংলাদেশ এই স্টেডিয়ামে খেলতে নামছে। ২০১১ সালের পর থেকে এখানে কোন আন্তর্জাতিক ম্যাচ না হওয়াতে উইকেট নিয়ে দু’দলের মধ্যেই আছে চিন্তা। উইকেট বৃহস্পতিবার পর্যন্তও ছিল অপ্রস্তুত। এমনটিই জানান বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহে। বলেন, ‘উইকেট এখনও অপ্রস্তুত। এখনও ঠিক মতো যেহেতু প্রস্তুত হয়নি, দুইদিন সময়ও আছে, যে কোন ধরনের উইকেট হতে পারে। আগামী দুইদিনে অনেক পরিবর্তন হতে পারে।’ তবে উইকেট যেমনই হোক সিরিজ জিততে চান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমার ভাবনায় শুধুই শেষ ম্যাচটিতে (শ্রীলঙ্কার বিপক্ষে) জয়। দলের ভাবনায় এখন শুধুই জয়। তাই ম্যাচ জিততে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা খুব আত্মবিশ্বাসী। আশাকরি প্রক্রিয়াগুলো ঠিকঠাক রাখতে পারলে ম্যাচ জেতা কঠিন হবে না। ঘরের মাঠে শ্রীলঙ্কা সবসময় শক্তিশালী দল। তবে আমাদের বিপক্ষে জিততে গেলে ওদের ভাল খেলতে হবে। সেই সঙ্গে আমাদেরও সেরা ক্রিকেট খেলে জিততে হবে।’ বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন বেশ ফর্মে আছেন। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে মাশরাফির দল এমনটাই মনে করেন হাতুরাসিংহে। শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বাকি ৬ টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধেই ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেয়েছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেটা করতে বদ্ধপরিকর মাশরাফিবাহিনী। সিংহলিজ স্পোর্টস ক্লাবে সেই স্বপ্ন পূরণেই মাঠে নামবে তারা।
×