ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা আইপিইউ প্রতিনিধি দলের

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৭

স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা আইপিইউ প্রতিনিধি দলের

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) প্রতিনিধি দলের সদস্যরা। শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তারা। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং বাল্যবিবাহের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় তারা এমন প্রশংসা করেন। ১২ সদস্যের প্রতিনিধি দলের চেয়ারপার্সন ছিলেন তানজানিয়ার সংসদ সদস্য ফাস্টিন নডিউগুলাইলি। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অন্যদের মধ্যে সভায় বক্তব্য সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শরফুদ্দিন আহমেদ প্রমুখ। ‘চাইল্ড হেলথ, ম্যাটারনাল হেলথ এ্যান্ড ভিকটিমস অব চাইল্ড ম্যারেজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান পার্লামেন্টের পেট্রা বায়র, ইটালিয়ান চেম্বার অব ডেপুটিস মাননীয় পিয়া লোকেটেল্লি, সিনেট অব রুয়ান্ডা মাননীয় সেলিস্টিন সেবুহোরো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, অবস এ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী, সেবা তত্ত্বাবধায়ক সান্ত¡না রানী দাস প্রমুখ। পরে প্রতিনিধি দলটি অত্র বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৮তলায় অবস এ্যান্ড গাইনি বিভাগের ওয়ার্ড পরিদর্শন করে সংশ্লিষ্ট রোগীদের সঙ্গে কথা বলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যসমূহ তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সফলতার সঙ্গে জঙ্গীবাদকে মোকাবেলার কথা উল্লেখ করেন।
×