ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লুটপাটের জন্যই খুন ॥ জবানবন্দী খুনীদের

প্রকাশিত: ২৩:৪৫, ৩১ মার্চ ২০১৭

লুটপাটের জন্যই খুন ॥ জবানবন্দী খুনীদের

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মোবাইল ব্যবসায়ী চাঞ্চল্যকর আমিনুল খুনের ঘটনায় আটক ২জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে ফারুক হোসেন(২৩)ও সেলিমুজ্জামান শাওন(২৬) বৃহস্পতিবার বিকেলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। তারা আমিনুলের কাছ থেকে বিকাশের অর্থ ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই তাকে নির্মমভাবে খুন করে বলে আদালতে স্বীকার করেছে। জানা গেছে, গত ২২মার্চ(বুধবার) দিনগত মধ্যরাতে নজিপুর বাসস্ট্যান্ড ধামইরহাট সড়ক এলাকার জুলেখা সুপার মার্কেটের আল মুমিন মোবাইল সেন্টারের সত্বাধিকারী বিকাশের এজেন্ট আমিনুল ইসলাম(৩৩)কে বাসস্ট্যান্ড এলাকার মুগ্ধ স্কয়ারের (পাতাল মার্কেট) পিছনের গলিতে গলা কেটে খুন করা হয়। এঘটনায় নিহত আমিনুলের বাবা সামছুল হক লেদু বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেন। নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএমের তত্বাবধানে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আমিনুল খুনের মামলার এই ২জনকে আটক করে। আটককৃতরা হলো, নজিপুর ঈদগাহ পাড়ার আতাউর রহমানের পুত্র ফারুক হোসেন(২৩) ও ধামইরহাট উপজেলার খেলনা ইউপির রসপুর গ্রামের নাসির উদ্দীনের পুত্র সেলিমুজ্জামান শাওন(২৬)। শাওন বর্তমানে নজিপুর হরিরামপুরে বাস করে। তারা আমিনুল হত্যার পুরো ঘটনা ও পকিল্পনা পুলিশের কাছে স্বীকার করে এবং বৃহস্পতিবার আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
×