ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ১লা বৈশাখ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি

প্রকাশিত: ২২:৪৮, ৩১ মার্চ ২০১৭

মাগুরায় ১লা বৈশাখ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় ১লা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি চলছে । পাল পাড়ায় শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন । তৈরী হচ্ছে নানা ধরনের খেলনা বৈশাখী মেলায় বিক্রির জন্য। জানাগেছে, নববর্ষ উদযাপনের ১লা বৈশাখ জেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বসে ।মেলায় নানা ধরনের মাটির সামগ্রী বিক্রি করেন মৃৎ শিল্পীরা । সে গুলি তৈরী হচ্ছে মাগুরার বিভিন্ন গ্রামে । সদর উপজেলার বরই ও শ্রীকুন্ঠি গ্রামে মৃৎ শিল্পীরা এগুলি তৈরী করছেন । এছাড়া পাখা শিল্পীরা নানা ধরনের হাত পাখা তৈরী করছেন । নববর্ষ বৈশাখী মেলা তাদের আয়ের একটি অন্যতম মাধ্যম । এদিকে বিভিন্ন সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১লা বৈশাখ নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে । অনুষ্ঠিত হবে র্যা লী, বৈশাখী মেলা, গ্রামীন খেলাধুলা ,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি ।
×