ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:১১, ৩১ মার্চ ২০১৭

র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জুমা সেনাসদর কেন্দ্রীয় জামে মসজিদে। তিনি সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহতহন। তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন। প্রথম জানাজা শেষে আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হবে উত্তরা র‌্যাব সদর দফতরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে র‌্যাবের এ কর্মকর্তা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। গত ২৫ মার্চ সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে মারা যান দুই পুলিশ সদস্যসহ ছয়জন। আহত হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। আজাদকে নিয়ে ওই ঘটনায় সাতজনের প্রাণ গেল। আজাদের দীর্ঘদিনের সহকর্মী ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান বলেন, 'দীর্ঘদিনের এক বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধুকে হারালাম। জাতি হারালো একজন দেশপ্রেমিককে। আহত হওয়ার পর আবুল কালাম আজাদকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়। ২৬ মার্চ রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকদের পরমর্শে গত বুধবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ভর্তি করা হয় সিএমএইচে। আজাদের জন্ম ১৯৭৫ সালের ৩০ অক্টোবর। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়ায়। তার বাবা রেজাউল করিম, মা সায়েদা বেগম। স্ত্রী-দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তিনি ঢাকায় থাকতেন।
×